X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

অনেকেই আয়নাঘরে অত্যাচারিত হয়েছি: তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ২১:০২আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২১:৩৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এতদিন আপনাদের একটি কথা বলা হয়নি। কয়েক দিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে হুম্মাম কাদের চৌধুরীও ছিলেন। পরবর্তীতে আমার সঙ্গে দেখা করে হুম্মাম বলেছিলেন, ভাইয়া আপনাকে যেখানে রাখা হয়েছিল আমিও সেখানে ছিলাম। অর্থাৎ আমরা অনেকেই আয়নাঘর থেকে ঘুরে এসেছি, অনেকেই আয়নাঘরে অত্যাচারিত হয়েছি। কেউ হয়তো ফিরে এসেছেন, কেউ ফিরে আসেননি।

রবিবার (১৬ মার্চ) গুলশান-২-এর একটি রেস্টুরেন্টে ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠনের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এই আয়োজন করা হয়। এতে বিগত দিনে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত এবং আহত বেশ কয়েকটি পরিবার ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

তারেক রহমান বলেন, বিগত দিনে অনেকেই গুম-খুনের শিকার হয়েছেন। মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই তারা নির্যাতনের শিকার হয়েছেন। আমিও আপনাদের বাইরে নই। আমি এবং আমার হারিয়ে যাওয়া ছোট ভাইটিও আপনাদেরই অংশ। কারণ আমরাও আপনাদের মতো নির্যাতনের শিকার হয়েছিলাম।

তিনি বলেন, গুম-খুন হওয়া পরিবারগুলোর প্রতি যে অন্যায় ও অবিচার করা হয়েছে, আগামীতে একটি নির্বাচিত সরকার এলে অভিযুক্তদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। কারণ আমরা যদি তাদের প্রতি অন্যায়ের বিচার না করতে পারি, তাহলে ভবিষ্যতে আবারও অন্যায় সংঘটিত হতে পারে।

ইফতারের আগে তারেক রহমানের পক্ষ থেক দুই শহীদ পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের প্রত্যাশা ও জনগণের প্রত্যাশা আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে জনগণ যাদের সমর্থন দেবে তারা সরকার গঠন করবে। আমি বিশ্বাস করি, সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত পোষণ করবে। তিনি নির্যাতনের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

৪ আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে নিহত গোলাম নাফিসের বাবা গোলাম রহমান এবং ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা অনুষ্ঠানে সন্তান হারানোর দুঃসহ স্মৃতি তুলে ধরেন। ইফতারের আগে তারেক রহমানের পক্ষ থেকে দুই শহীদ পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারগুলোকে দেওয়া হয় ঈদ উপহার।

‘আমরা বিএনপি পরিবার’-এর সভাপতি আতিকুল আলম রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কোষাধ্যক্ষ ও সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল, গুমের শিকার বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান প্রমুখ।

/এমকে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
মিরপুর-১০ এ জ্যাম লাগিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল
সর্বশেষ খবর
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, আদালতের সমন জারি
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, আদালতের সমন জারি
আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করবো: মির্জা ফখরুল
আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করবো: মির্জা ফখরুল
ম্যাক্সওয়েলের আইপিএল হয়তো শেষ!
ম্যাক্সওয়েলের আইপিএল হয়তো শেষ!
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
প্যারোলে মুক্তি চান দীপু মনি
প্যারোলে মুক্তি চান দীপু মনি