X
বুধবার, ১০ আগস্ট ২০২২
২৬ শ্রাবণ ১৪২৯

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কী মনিটরিং করে ইউজিসি, প্রশ্ন জাপা এমপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২২, ২২:৫৩আপডেট : ৩০ জুন ২০২২, ২২:৫৩

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কী মনিটরিং করে—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক। তিনি বলেন, এখন পিয়ন-চাপরাশিও বলে বিবিএ-এমবিএ, কী মুশকিল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অর্থ বরাদ্দের প্রস্তাবের ছাঁটাইয়ের আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

মুজিবুল হক বলেন, বিবিএসের রিপোর্ট অনুযায়ী প্রতিবছর বাংলাদেশে প্রায় ১৮-২০ লাখ নতুন চাকরিপ্রত্যাশী জব মার্কেটে প্রবেশ করে। তার মধ্যে দেশে-বিদেশে মিলিয়ে ৫/৬ লাখের কর্মসংস্থান হয়। বাকিরা বেকার থাকে। যে শিক্ষা ব্যবস্থায় বেকার তৈরি করে, কর্মবিমুখ যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা আমরা কেন রাখবো? কেন আমরা কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে কর্মমুখি শিক্ষা ব্যবস্থা চালু করার চিন্তা করছি না।

তিনি বলেন, বাংলাদেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল'তে অনার্স, মাস্টার্স। আমার এক জুনিয়ারকে দেখলাম হঠাৎ করে লিখলো, এলএলএম। আমি জিজ্ঞেস করলাম তুমি এলএলএম কোথা থেকে পাইলা? বলে যে প্রাইম ইউনিভার্সিটি থেকে। আমি বললাম, তুমি তো যাও নাই। বলে, স্যার এডমিশনের টাকা দিছি, পরীক্ষা যাই দিছি সার্টিফিকেট পাইয়া গেছি। এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন কোনও মনিটরিং করে বলে আমরা খবর পাই না। এই যে প্রাইভেট ইউনিভার্সিটি করে এখন পিয়ন, চাপরাশি সবাই বলে বিবিএ-এমবিএ।  কী শিক্ষা ব্যবস্থা? এই শিক্ষা ব্যবস্থার তো লাগাম ধরা উচিত। এই যে ধ্বংসের পথে শিক্ষা ব্যবস্থাটাকে এটা কন্ট্রোল করা উচিত।

মুজিবুল হক বলেন, পাবলিক ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে এত অভিযোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনি এখন নাই। ছেলে, মেয়ে, ভাগনি, ভাগনির জামাই সবাইকে চাকরিতে ঢুকাইছে। আইন না মেনে। আবার উনি চলে যাওয়ার পরে সবাইকে সাসপেন্ড করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর একটা সম্মানি পোস্ট। এই যে পোস্টগুলো নিয়া এই সমস্ত বদনাম করে। এইগুলো শিক্ষা মন্ত্রণালয় কী কন্ট্রোল করছে আমরা জানি না।

 

/ইএইচএস/এমআর/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
নতুন ভাড়ার তালিকা নেই গণপরিবহনে, যাত্রীদের ক্ষোভ
নতুন ভাড়ার তালিকা নেই গণপরিবহনে, যাত্রীদের ক্ষোভ
স্বস্তির ম্যাচ জিতে আফিফ-এবাদতকে প্রশংসায় ভাসালেন তামিম
স্বস্তির ম্যাচ জিতে আফিফ-এবাদতকে প্রশংসায় ভাসালেন তামিম
জাল-জালিয়াতিতে পণ্য খালাস, কারাগারে জেটি সরকার
জাল-জালিয়াতিতে পণ্য খালাস, কারাগারে জেটি সরকার
ফেনীর ওসিসহ ৬ জনের নামে যুবদল নেতার স্ত্রীর অভিযোগ
ফেনীর ওসিসহ ৬ জনের নামে যুবদল নেতার স্ত্রীর অভিযোগ
এ বিভাগের সর্বশেষ
বিএনপি এবারও নির্বাচনে অংশ নেবে: দীপু মনি
বিএনপি এবারও নির্বাচনে অংশ নেবে: দীপু মনি
শিক্ষাখাতে করারোপ আন্দোলনে মুখ থুবড়ে পড়েছিল: ছাত্র ইউনিয়ন
শিক্ষাখাতে করারোপ আন্দোলনে মুখ থুবড়ে পড়েছিল: ছাত্র ইউনিয়ন
কর্মক্ষেত্রে কওমি সনদের যথাযথ বাস্তবায়নের দাবি
কর্মক্ষেত্রে কওমি সনদের যথাযথ বাস্তবায়নের দাবি
দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান ও হল না খুললে আন্দোলনের হুঁশিয়ারি
দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান ও হল না খুললে আন্দোলনের হুঁশিয়ারি
মাদ্রাসা শিক্ষা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জাফরুল্লাহ’র
মাদ্রাসা শিক্ষা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জাফরুল্লাহ’র