X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

রাঙ্গার কুশপুত্তলিকা দাহ জি এম কাদেরের ক্ষুব্ধ সমর্থকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২২, ১৩:১২আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৩:২২

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরকে উদ্দেশ করে মসিউর রহমান রাঙ্গার দেওয়া বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় পার্টির (কাদেরপন্থী) নেতারা। একই সঙ্গে রাঙ্গার আপত্তিকর বক্তব্যের প্রতিবাদও জানান তারা।

বুধবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের নেতা জি এম কাদেরকে উদ্দেশ করে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙা যে বক্তব্য দিয়েছেন, তা আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ। অবিলম্বে রাঙ্গাকে তার বক্তব্য প্রত্যাহার করাসহ জাতির কাছে এই বক্তব্য প্রদানের জন্য ক্ষমা চাইতে হবে।’

রাঙ্গার কুশপুত্তলিকা দাহ জি এম কাদেরের ক্ষুব্ধ সমর্থকদের

তারা আরও বলেন, ‘আমরা জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিতে আছি এবং তার নেতৃত্বেই জাতীয় পার্টিতে রাজনীতি করে যেতে চাই।’

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি (রওশনপন্থী) আয়োজিত উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় মসিউর রহমান রাঙা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রসঙ্গে বলেছিলেন, ‘আসন্ন অধিবেশনে সংসদে জি এম কাদেরের উপনেতার আসনটি সরে যাবে। তার চেয়ার কেউ রক্ষা করতে পারবে না। একই সঙ্গে আগামী ২৬ নভেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে জি এম কাদেরকে দল থেকে বিদায় দেওয়া হবে। এবং জাতীয় পার্টির বনানী ও কাকরাইল অফিস থেকে তাকে জুতাপেটা করে তাড়িয়ে দেওয়া হবে।’

রাঙ্গার কুশপুত্তলিকা দাহ জি এম কাদেরের ক্ষুব্ধ সমর্থকদের

সভায় রাঙ্গা আরও বলেন, ‘জি এম কাদের জাতীয় পার্টির অবৈধ চেয়ারম্যান হিসেবে আছেন। তিনি মনোনয়ন-বাণিজ্যের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে পাঁচ কোটি টাকা করে নিচ্ছেন। আবার বিএনপির জোটে যাবেন, সে জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে থাকবেন, সেখান থেকেও টাকা নিচ্ছেন।’ এ ছাড়া জি এম কাদের পেট্রোলিয়াম করপোরেশনে কর্মরত থাকাকালীন দুর্নীতির দায়ে বহিষ্কৃত হন বলেও মন্তব্য করেন মসিউর রহমান রাঙ্গা।

বিক্ষোভ সমাবেশ শেষে জি এম কাদেরের অনুসারীরা মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু এই বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ভোলায় পাঁচ যাত্রী নিয়ে চলাচলের দাবিতে সিএনজি অটোরিকশা চালকদের বিক্ষোভ
ইউপিডিএফসহ পাহাড়ি সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
১৪ মাসের বেতন বকেয়া: বিক্ষোভে মালিকপক্ষের হামলায় পাঁচ নারী শ্রমিক আহত
সর্বশেষ খবর
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়