X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

‘কমিশনার ১৭০ কোটি টাকা মাফ করে দেন, এনবিআরের চেয়ারম্যান কোথায়?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৪, ২০:৪৯আপডেট : ১২ জুন ২০২৪, ২০:৪৯

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রসঙ্গ উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলেছেন, একজন কর কমিশনার ১৭০ কোটি টাকা মাফ করে দেন, সেখানে এনবিআরের চেয়ারম্যান, অর্থসচিব ও অর্থমন্ত্রী কোথায়? এগুলো দেখলে সরকারের ইমেজ বাড়বে না। দেশের স্বার্থে এটা কঠিনভাবে দেখা উচিত।

বুধবার (১২ জুন) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে একথা বলেন মুজিবুল হক চুন্নু।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, গ্রামীণ ফোনসহ চারটি মোবাইল কোম্পানির সুদ উনি মাফ করে দিয়েছেন। এটা কেমন কথা হলো। তাহলে এনবিআরের চেয়ারম্যান, আর্থিক-ব্যাংক প্রতিষ্ঠানের সচিব ও অর্থমন্ত্রী কোথায় গেলেন? তারা কি এ খবরটা রাখেননি?

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, হরিজন সম্প্রদায়ের মানুষেরা ঢাকা শহরের কিছু কিছু এলাকায় যুগের পর যুগ, দশকের পর দশক ধরে বসবাস করে সেবা দিয়ে আসছে। পুরান ঢাকার বংশালের আগাসাদেক রোডের পাশে মিরনজুল্লা কলোনিতে উচ্ছেদ অভিযানের কথা তুলে ধরে চুন্নু বলেন, এখানে প্রায় তিন হাজারের মতো হরিজন সম্প্রদায়ের লোক বসবাস করেন যুগের পর যুগ। তারা যে এলাকায় থাকেন, সেটা নিয়ে মার্কেট করতে চায় সিটি করপোরেশন। এ মানুষগুলো যদিও ওই জায়গার মালিক না। কিন্তু সিটি করপোরেশনের জায়গায় তারা যুগের পর যুগ আছে, তাদের আগে থেকে দাবি ছিল— বিকল্প ব্যবস্থা করে যেন তাদের উচ্ছেদ করা হয়। কালকে (মঙ্গলবার) উচ্ছেদ অভিযান শুরু হলে তাদের সন্তানেরা রাস্তায় শুয়ে পড়ে। যার জন্য উচ্ছেদ সম্ভব হয়নি। আমি সংসদ নেত্রীকে বলবো, তাদের বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত তাদের যেন উচ্ছেদ করা না হয়।

মারা যাওয়ার পর আইসিইউয়ের বিলের জন্য লাশ আটকে রাখা হয় উল্লেখ করে মুজিবুল হক বলেন, সরকারি হাসপাতালে আইসিইউ স্বল্পতা আছে। ঢাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতালসহ বড় বড় হাসপাতালে রোগী মারা যাওয়ার পরেও আইসিইউতে নিয়ে আটকে রাখা হয়। দুই-তিন পর বলে, সে নাই (মারা গেছে)। পত্র-পত্রিকায় নিউজের পর স্বাস্থ্য অধিদফতর থেকে দুই-একদিন অভিযান দেখি। তারপর দেখি, ঘুমিয়ে গেছে। আইসিইউ ও লাইফ সাপোর্টের বিষয়টি কঠিনভাবে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সংসদীয় আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ নারী বিষয়ক সংস্কার কমিশনের
ব্যতিক্রমধর্মী ড্রোন শোতে ঝলমলে ঢাকার আকাশ
আমার মুখ বন্ধ করতেই দুর্নীতির অভিযোগ: জিএম কাদের
সর্বশেষ খবর
হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: সামিত সোম 
হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: সামিত সোম 
সাতক্ষীরা সদর হাসপাতালে ভাঙচুর, নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি
সাতক্ষীরা সদর হাসপাতালে ভাঙচুর, নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি
এক ট্রাক অপরিপক্ব আম ধ্বংস করলো সাতক্ষীরা জেলা প্রশাসন
এক ট্রাক অপরিপক্ব আম ধ্বংস করলো সাতক্ষীরা জেলা প্রশাসন
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’