X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর বক্তব্যের পথ ধরেই গণতন্ত্রের পথে ফিরতে হবে: বি চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ১৯:৫৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ২০:০৬

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের পথ ধরেই বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরতে পারে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সেই ব্যক্তি, যার বক্তব্যের পথ ধরেই আমরা গণতন্ত্রের পথে যেতে পারি।’ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় সভায় এসব কথা বলেন।

আলোচনা সভায় বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরী জানান, এ জন্য তার দল বিকল্প ধারার কয়েকজনকে দিয়ে তিনি একটি কমিটি করে দিয়েছেন। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত দিনের বক্তব্যগুলো খুঁজে বের করবে। পরে সেসব তিনি জাতির সামনে পেশ করবেন।

বিএনপির নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয়ে অধ্যাপক চৌধুরী বলেন, ‘সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতির কোনও ক্ষমতা নেই। তিনি যা করবেন প্রধানমন্ত্রীর পরামর্শেই করবেন। রাষ্ট্রপতিকে গুণবাচক যত ক্ষমতাই দেন না কেন, তার কাছে ধর্ণা দিয়ে লাভ হবে না। তিনি কিছুই করতে পারবেন না।’ এই মুহূর্তে বাংলাদেশে প্রধানমন্ত্রীই একমাত্র শক্তিশালী বলেও মন্তব্য করেন বদরুদ্দোজা চৌধুরী।

২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপির চেয়ারপারসনকে দেওয়া প্রধানমন্ত্রীর প্রস্তাব বিএনপি ‘মিসড’ করে গেছে বলেও মন্তব্য করেন অধ্যাপক বদরুদ্দোজা। তিনি বলেন, ‘আপনারা মিসড করে গেছেন। ওই প্রস্তাবই ছিল কিছুটা নিউট্রাল সরকারের ইঙ্গিত।’ এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি।

সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে নিরপেক্ষ নির্বাচন কমিশনে কোনও লাভ নেই উল্লেখ করে বিকল্প ধারার সভাপতি বলেন, ‘বিগত নির্বাচন যেগুলো নিরপেক্ষ হয়েছে, সেগুলো সব নিরপেক্ষ সরকারের কারণে। ওই সরকারগুলো কিছুটা নিউট্রাল ছিল বলেই নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ কারণে ওই সময় কারা কমিশনার ছিল, এ নিয়ে মাথাব্যাথা ছিল না।’

সংগঠনের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, সিপিবির প্রেসিডিয়ামের সদস্য হায়দার আকবর খান রনোসহ অনেকে বক্তব্য রাখেন।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট