X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রিয়া সাহার বিচারের দাবি ইসলামি দলের নেতাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৯, ২০:৪৫আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৪৬



ট্রাম্পের কাছে অভিযোগ জানাচ্ছেন প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অভিযোগ জানানো প্রিয়া সাহার বিচারের দাবি জানিয়েছে কয়েকটি ধর্মভিত্তিক দল। শনিবার পৃথক বিবৃতিতে ধর্মিভিত্তিক দলগুলো এই দাবি জানায়।

এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দেওয়া প্রিয়া সাহার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে চলমান রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশে মুসলিম মৌলবাদীদের হাতে ‘৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মালম্বী গুম হওয়ার’ কথা বলে ট্রাম্পের কাছে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি এই বক্তব্যের মাধ্যমে শুধূ এদেশের মুসলমানদের ভাবমূর্তি নষ্টেরই চেষ্টা করেননি, বাংলাদেশের রাষ্ট্রীয় সুনাম ক্ষুন্ন ও রাষ্ট্রীয় নিরাপত্ত বিঘ্নিত করার অপচেষ্টা চালিয়েছেন।’ সুষ্ঠু তদন্ত করে প্রিয়া সাহা ও তার সঙ্গে জড়িত নেপথ্য নায়কদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।

এদিকে, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ এক বিবৃতিতে বলেন, ‘প্রিয়া সাহারা দেশের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য অপতৎপরতা চালাচ্ছেন। তদন্ত সাপেক্ষে তাদের শিকড় খুঁজে বের করা উচিত।’ রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মাসঊদ।

পৃথক এক বিবৃতিতে প্রিয়া সাহা বাংলাদেশে এলেই গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, ‘প্রিয়া সাহা দেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। তিনি দেশে প্রবেশ করার অধিকার হারিয়েছেন। দেশে এলেই তাকে গ্রেফতার করতে হবে।’

এক বিবৃতিতে খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, ‘প্রিয়া সাহা এই ঐতিহ্যকে বিনষ্ট করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে অসৎ ফায়দা হাসিল করতেই মার্কিন প্রেসিডেন্টের কাছে দেশের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ও বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করেছেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় দেশবাসী ঐক্যবদ্ধ।’ সাম্রাজ্যবাদী শক্তির কাছে মিথ্য নালিশ করে খাল কেটে কুমির আনার দেশবিরোধী চক্রান্ত কিছুতেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা