X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন আজ, বিএনপির কর্মসূচি কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৯, ০১:১৪আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৯:০০

খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট)। এ দিনের মধ্য দিয়ে ৭৪ বছর পেরিয়ে ৭৫ বছরে পা দিলেন খালেদা জিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিজের ৭৫তম জন্মদিন কাটছে তার। জন্মদিনে (১৫ আগস্ট) কোনও কর্মসূচি রাখেনি বিএনপি। তবে পরের দিন শুক্রবার (১৬ আগস্ট) তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

কর্মসূচির বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বৃহস্পতিবার (১৫ অগাস্ট) কোনও কর্মসূচি নেই। জন্মদিনের কর্মসূচি পরের দিন শুক্রবার পালন করবো। জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।’

গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত ১ এপ্রিল থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর দিনটি জাতীয় শোক দিবস হিসেবে সর্বজনবিদিত। তবে নব্বইয়ের দশকে বিএনপিপন্থী এক সাংবাদিক ও স্থায়ী কমিটির এক সদস্যের উৎসাহে ১৫ আগস্ট আড়ম্বরপূর্ণভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন শুরু করা হয়। তখন থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলসহ সর্বসাধারণের মধ্যে সমালোচনা শুরু হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ আগস্ট ৫০ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেন খালেদা জিয়া। ২০১৫ সালের ১৫ আগস্ট প্রথম প্রহরে তিনি কেক না কাটলেও সন্ধ্যার পর কেক কেটে জন্মদিন উদযাপন করেছিলেন। তবে ২০১৬ সালে বন্যা ও গুম-খুনের কারণ দেখিয়ে কেক কাটার কর্মসূচি বাতিল করেন খালেদা জিয়া। পরের বছরগুলোতেও ১৫ আগস্ট কেক কাটেননি তিনি।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সঙ্গে মতপার্থক্য থাকার পরও দেশের প্রায় সব রাজনৈতিক দল ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করে। আর একই দিনে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করাকে ভালোভাবে গ্রহণ করেননি অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।

/এএইচআর /আইএ/এমওএফ/
সম্পর্কিত
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
বার ভাঙচুর: সেই যুবদল নেতা বহিষ্কার
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি