X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আজহারের মৃত্যুদণ্ড আপিলে বহাল থাকার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ১৬:৫৫আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৬:৫৬

 

আজহারের মৃত্যুদণ্ড আপিলে বহাল থাকার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের সাজা আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২ নভেম্বর) এ বিক্ষোভ মিছিল করেন তারা।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সহকারী মুহাম্মাদ আব্দুল্লাহ সাইফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ী বিশ্বরোড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সমাবেশে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করে বলেন, ‘কোনও অপরাধের জন্য নয়, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আজহারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’ তিনি আজহারের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ মিথ্যা দাবি করে তাকেসহ মাওলানা আব্দুস সুবহান ও দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশ বাতিলের দাবি জানান। জামায়াতকে নেতৃত্বশূন্য করতেই আজহারকে বিচারের নামে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।
প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারকে মৃত্যুদণ্ড দেন। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই সাজা বহাল রাখেন।
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, কামাল হোসাইন, শামছুর রহমান প্রমুখ বিক্ষোভ মিছিলে যোগ দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
‘সেই তুষার জামায়াতের কেউ নন’
জাতীয় ঐকমত্য গঠনে শতভাগ একমত হওয়া প্রায় অসম্ভব: তাহের
সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন মানবে না দেশের মানুষ: গোলাম পরওয়ার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে