X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৬আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৭:৩২

বাংলাদেশ সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সারাদেশে প্রতিদিনই নারী-শিশুদের ওপর নির্যাতন চলছে। এখানে দুই মাসের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধ বা যুবক, বাবা-মা কেউ নিরাপদ নয়। দেশে দুর্বলদের ওপর অত্যাচার চলছে। বাংলাদেশে যারা শারীরিকভাবে দুর্বল, তারা সবচেয়ে বেশি অনিরাপদ।’
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘সকল নৃশংসতাই যেন বিচ্ছিন্ন ঘটনা! সাগর-রুনি, বিশ্বজিৎ, নুসরাত, তনু, মীম, আবরার, সুমি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম।
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘রুনি আমার দূর-সম্পর্কের আত্মীয়। আমি তার বাসায় গিয়েছিলাম। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের ধরা হবে। কিন্তু আট বছর হলেও তাদের হত্যার কোনও সুরাহা হয়নি।’
সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের আন্দোলনের শুরুতে কোনও বিভক্তি ছিল না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সব সাংবাদিক এক হয়ে আন্দোলন শুরু করেছিল। খুব জোরালো আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু একদিন আমরা দেখলাম সেখানে বিভক্তি হয়ে গেলো। কিছু লোক আন্দোলন থেকে সরে দাঁড়ালো, আরেক দল কিছু দিন চিৎকার করে থেমে গেলো।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ তারা সমাজকে বিভক্ত করে ফেলেছে। তারা সমাজকে দূষিত করেছে। চতুর্দিকে তাকিয়ে দেখুন, সবখানে বিভক্তি। এটি এত বেশি যে কেউ ভয়ে, ত্রাসে কথা বলতে চায় না। একদিকে আওয়ামী লীগ করতে হবে, না হলে অত্যাচার।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শনিবার তিনি (তথ্যমন্ত্রী হাছান মাহমুদ) বলেছিলেন, জিয়াউর রহমান নাকি টেন্ডার দিয়ে রাজনীতিবিদদের নিয়ে এসেছিলেন। তারপর বিভিন্নভাবে তাদের মন্ত্রণালয় দিয়েছেন। এটা আমাকে কিছুটা আঘাত করলো বলে সকালে তথ্যমন্ত্রীর প্রোফাইল বের করলাম। দেখলাম তার জন্ম ১৯৭৩ সালে। স্বাধীনতা যুদ্ধের সময় তার জন্মই হয়নি। জিয়াউর রহমান কী ছিলেন, কীভাবে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মঞ্চ গড়েছিলেন, এটা তার জানার কথা না।’
সৌদি আরব থেকে নারী শ্রমিকদের আসা লাশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘মন্ত্রী বলেছেন, ৫৫টি লাশ আসা এটা সাধারণ ব্যাপার। বিএনপি ২০০১ সালে সৌদি আরবে নারী শ্রমিক পাঠানোর প্রস্তাব পেয়েছিল। কিন্তু খালেদা জিয়া রাজি হননি। আমরা চাই, নারীরা কাজ করুক, কিন্তু মর্যাদাহানি করে নয়।’
আয়োজক সংগঠনের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাবির সাবেক উপার্চায এমাজউদ্দীন আহমদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

/এএইচআর/এআর/এমএমজে/
সম্পর্কিত
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
‘যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়’
আ. লীগের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল