ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বড় দুটি দলের (আওয়ামী লীগ ও বিএনপির) মেয়র প্রার্থীরা বারবার নির্বাচিত হলেও ঢাকাবাসীর উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটিতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুদ্দিন মিলন। তিনি বলেন, তাই মানুষ পরিবর্তন চায়, আর আমরাই এ পরিবর্তন এনে দিতে পারি। সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর নবাবগঞ্জ, বাটা মসজিদ, আজিমপুরসহ বিভিন্ন এলাকায় প্রচারণা সময় তিনি এসব কথা বলেন।
ঢাকাবাসী শান্তিতে বসবাস করতে চায় বলে উল্লেখ করে মিলন বলেন, এরশাদ শাসনামলে মানুষ শান্তিতে ছিল। ভোটারা যদি ভোট দিতে পারে তাহলে নগরবাসী লাঙ্গলে ভোট দেবে। লাঙ্গল শান্তির প্রতীক। গণসংযোগকালে ঢাকাবাসীর ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে জাপার মেয়র প্রার্থী বলেন, জনগণ আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে নগরবাসীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা উপহার দেবো।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ প্রমুখ।