X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গণফোরামের নতুন কমিটিতে বাদ পড়ছেন বিতর্কিতরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ০১:৫৮আপডেট : ১২ মার্চ ২০২০, ০২:১৫

গণফোরামের নতুন কমিটিতে বাদ পড়ছেন বিতর্কিতরা

দলের মধ্যে বিতর্কিতদের বাদ দিয়ে গণফোরামের ১৫০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে। যারা ড. কামাল হোসেনকে না জানিয়ে গণফোরামের ব্যানারে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা করেছে তাদেরকে ‘বিতর্কিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) অথবা শুক্রবার (১৩ মার্চ) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। প্রসঙ্গত, বহিষ্কার-পাল্টা বহিষ্কারের মধ্যে দিয়ে গত ৪ মার্চ দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। একইসঙ্গে নিজেকে সভাপতি ও রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন তিনি।

নতুন কমিটির বিষয়ে রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী ২/১ দিনের মধ্যে ১৫০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করবো। তিনি বলেন, যারা ৭ মার্চ কামাল স্যারকে না জানিয়ে আলোচনা সভা করেছে। তারা তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। এতে করে আমাদের জন্য ভালো হয়েছে। তাদের কিভাবে কমিটিতে রাখবো? তারা চলে যাওয়ায় দলের অনেক পুরনো লোক আবার ফিরে আসছেন। এখন সারাদেশে দলকে আরও শক্তিশালী করবো।

৭ মার্চের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও ভেঙে দেওয়া কমিটির এক নম্বর সদস্য মোস্তফা মহসিন মন্টু, সভাপতি ছিলেন ভেঙে দেওয়া কমিটির নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ভেঙে দেওয়া কমিটির প্রেসিডিয়াম সদস্য জগলুল আফ্রিক, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারি হামিম, স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান বীর বিক্রম, প্রচার সম্পাদক খান সিদ্দিকুর রহমান, যুব সম্পাদক নাসির হোসেন, যুবনেতা কাজী হাবিব, শ্রমিক নেতা রফিকুল ইসলাম পথিক, যুবনেতা রওশন ইয়াজদানি, যুবনেতা মাহমুদৌল্লাহ মধু, ছাত্রনেতা সানজিদ রহমান শুভ প্রমুখ।

ভেঙে দেওয়া কমিটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, মোস্তফা মহসিন মন্টু, আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরী দলকে নিজেদের কব্জায় নিতে চায়। তারা কামাল হোসেনের নেতৃত্ব মানেন না। এজন্য দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ফলে কামাল হোসেন কমিটি ভেঙে দিয়েছেন।

এদিকে বুধবার (১০ মার্চ) মোস্তফা মহসিন মন্টুর বাসায় বৈঠক করেন আবু সাইয়িদ, সুব্রত চৌধুরীসহ ভেঙে দেওয়া কমিটির ১৫ থেকে ২০ জন নেতা। এ বিষয়ে মোস্তফা মহসিন মন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ৭ মার্চের আলোচনা সভায় সাইয়িদ আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি গিয়েছি। এর সঙ্গে আমি যুক্ত ছিলাম না। গতকালও তারা আমার বাসায় এসেছিল। তিনি আরও বলেন, আমি আশাবাদী উভয়পক্ষের মধ্যে সমঝোতা হবে। কারণ ছোট দল হিসেবে গণফোরাম জাতিকে ভালো কিছু দিতে পারেনি। এখন নতুন দল করে গণফোরামকে আরও দুর্বল করলে লাভ হবে না।

আবু সাইয়িদ বাংলা ট্রিবিউনকে বলেন, ড. কামাল হোসেন আমাদের অভিভাবক। আশা করি তিনি আমাদের ডাকবেন। সবকিছু মিমাংসা করে দলকে আরও শক্তিশালী করবেন। তিনি আরও বলেন, আমার গতকাল বসেছিলাম কিভাবে বিষয়টি সমাধান করা যায় তা নিয়ে নিয়ে। এর বাইরে আর কিছু না। কামাল হোসেনকে বাদ দিয়ে আমার কিছু করতে চাই না।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়