X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

গণফোরামের নতুন কমিটিতে বাদ পড়ছেন বিতর্কিতরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ০১:৫৮আপডেট : ১২ মার্চ ২০২০, ০২:১৫

গণফোরামের নতুন কমিটিতে বাদ পড়ছেন বিতর্কিতরা

দলের মধ্যে বিতর্কিতদের বাদ দিয়ে গণফোরামের ১৫০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে। যারা ড. কামাল হোসেনকে না জানিয়ে গণফোরামের ব্যানারে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা করেছে তাদেরকে ‘বিতর্কিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) অথবা শুক্রবার (১৩ মার্চ) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। প্রসঙ্গত, বহিষ্কার-পাল্টা বহিষ্কারের মধ্যে দিয়ে গত ৪ মার্চ দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। একইসঙ্গে নিজেকে সভাপতি ও রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন তিনি।

নতুন কমিটির বিষয়ে রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী ২/১ দিনের মধ্যে ১৫০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করবো। তিনি বলেন, যারা ৭ মার্চ কামাল স্যারকে না জানিয়ে আলোচনা সভা করেছে। তারা তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। এতে করে আমাদের জন্য ভালো হয়েছে। তাদের কিভাবে কমিটিতে রাখবো? তারা চলে যাওয়ায় দলের অনেক পুরনো লোক আবার ফিরে আসছেন। এখন সারাদেশে দলকে আরও শক্তিশালী করবো।

৭ মার্চের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও ভেঙে দেওয়া কমিটির এক নম্বর সদস্য মোস্তফা মহসিন মন্টু, সভাপতি ছিলেন ভেঙে দেওয়া কমিটির নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ভেঙে দেওয়া কমিটির প্রেসিডিয়াম সদস্য জগলুল আফ্রিক, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারি হামিম, স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান বীর বিক্রম, প্রচার সম্পাদক খান সিদ্দিকুর রহমান, যুব সম্পাদক নাসির হোসেন, যুবনেতা কাজী হাবিব, শ্রমিক নেতা রফিকুল ইসলাম পথিক, যুবনেতা রওশন ইয়াজদানি, যুবনেতা মাহমুদৌল্লাহ মধু, ছাত্রনেতা সানজিদ রহমান শুভ প্রমুখ।

ভেঙে দেওয়া কমিটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, মোস্তফা মহসিন মন্টু, আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরী দলকে নিজেদের কব্জায় নিতে চায়। তারা কামাল হোসেনের নেতৃত্ব মানেন না। এজন্য দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ফলে কামাল হোসেন কমিটি ভেঙে দিয়েছেন।

এদিকে বুধবার (১০ মার্চ) মোস্তফা মহসিন মন্টুর বাসায় বৈঠক করেন আবু সাইয়িদ, সুব্রত চৌধুরীসহ ভেঙে দেওয়া কমিটির ১৫ থেকে ২০ জন নেতা। এ বিষয়ে মোস্তফা মহসিন মন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ৭ মার্চের আলোচনা সভায় সাইয়িদ আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি গিয়েছি। এর সঙ্গে আমি যুক্ত ছিলাম না। গতকালও তারা আমার বাসায় এসেছিল। তিনি আরও বলেন, আমি আশাবাদী উভয়পক্ষের মধ্যে সমঝোতা হবে। কারণ ছোট দল হিসেবে গণফোরাম জাতিকে ভালো কিছু দিতে পারেনি। এখন নতুন দল করে গণফোরামকে আরও দুর্বল করলে লাভ হবে না।

আবু সাইয়িদ বাংলা ট্রিবিউনকে বলেন, ড. কামাল হোসেন আমাদের অভিভাবক। আশা করি তিনি আমাদের ডাকবেন। সবকিছু মিমাংসা করে দলকে আরও শক্তিশালী করবেন। তিনি আরও বলেন, আমার গতকাল বসেছিলাম কিভাবে বিষয়টি সমাধান করা যায় তা নিয়ে নিয়ে। এর বাইরে আর কিছু না। কামাল হোসেনকে বাদ দিয়ে আমার কিছু করতে চাই না।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ