X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

করোনা ভাইরাস: সরকারের সব উদ্যোগে সহায়তা করবে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ২০:০৭আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:১০

জিএম-কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের সব উদ্যোগে জাতীয় পার্টি সক্রিয়ভাবে সহায়তা করবে। এসময় তিনি জাতীয় পার্টির সকল নেতা-কর্মীদের করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের উদ্যোগকে সহায়তা করার নির্দেশ দেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় যুব সংহতি আয়োজিত করোনা ভাইরাস মোকাবিলায় গণসচেতনতা সৃষ্টিতে মাস্ক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবিলায় গণসচেতনতা সৃষ্টিতে কর্মসূচি উদ্বোধন হলো।  গোলাম মোহাম্মদ কাদের বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস আগ্রাসী হয়ে উঠেছে। আতংক সৃষ্টি হয়েছে সারাবিশ্বে। উন্নত বিশ্ব করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারা বিভিন্ন এলাকা, শহর ও রাষ্ট্র বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রে আইসোলেশন করা কঠিন হয়ে যাবে। তাই, সচেতনতার বিকল্প নেই। সাধারণ মানুষ যদি সচেতন হয়, তাহলেই করোনা মোকাবিলা অনেকটা সহজ হয়ে যাবে।

পরে জাতীয় পার্টি চেয়ারম্যান উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন। এসময় আরও বক্তব্য দেনজাতীয় পার্টির কো-চেয়ারম্যান, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন।

এদিকে, আগামী ১১ মার্চ জাতীয় যুব সংহতির অনুষ্ঠেয় কেন্দ্রীয় সম্মেলন স্থগিত করা হয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের করোনা ভাইস প্রতিরোধে যুব সংহতির সম্মেলন স্থগিত করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলন পুনরায় আয়োজন করা হবে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক