X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পাটকল বন্ধ করা বিএনপি-জামাত সরকারের নীতিমালারই অনুকরণ: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ১৭:১০আপডেট : ২৮ জুন ২০২০, ১৮:১২

পাটকল বন্ধ করা বিএনপি-জামাত সরকারের নীতিমালারই অনুকরণ: মেনন সরকার কর্তৃক রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার সিদ্ধান্তে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তারা বলেন, সরকারের পাটশিল্প বন্ধ করা সিদ্ধান্ত মানেই বিএনপি-জামাত সরকারের নীতিমালারই অনুকরণ মাত্র। রবিবার (২৮ জনু) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারা।
বর্তমান প্রধানমন্ত্রী তার নির্বাচনি ওয়াদায় বন্ধ পাটকলগুলো খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির শীর্ষ এই দুই নেতা বলেন, ক্ষমতায় এসে আদমজি ছাড়া কয়েকটি বন্ধ কারখানা চালু করা হয়েছিল। কিন্তু বিশ্বব্যাংকের দোসর অর্থমন্ত্রী, বর্তমান পাটমন্ত্রী ও কতিপয় আমলার কারসাজিতে এই প্রতিশ্রুতিকে এগিয়ে নেওয়া যায়নি। তারা ষড়যন্ত্র করে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে বন্ধ করার পাঁয়তারা করেছে। এটা বিএনপি-জামাত সরকারের গৃহীত নীতিমালারই অনুকরণ মাত্র।
বিবৃতিতে তারা বলেন, পাটকল পরিচালনা কেন্দ্র বিজেএমসি প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তারা পাটক্রয়ে দুর্নীতি ও অনিয়ম করেছে। তারা মৌসুমে পাট সরবরাহ করেনি এবং উৎপাদিত পাট পণ্য বিপণনে কোনও ভূমিকা রাখেনি। যাদের কারণে ঐতিহ্যবাহী পাটশিল্প লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হলো, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে পাটকল বন্ধ করে কথিত গোল্ডেন হ্যান্ডশেক দ্বারা শ্রমিকদের বিদায় করা অমূলক।
তারা আরও বলেন, করোনার মহামারির সময়ে সরকারি প্রতিষ্ঠান বন্ধ করা ও শ্রমিকদের চাকরিচ্যুত করার ঘটনায় ব্যক্তিমালিকানা খাতের প্রতিষ্ঠানগুলোকে তিনগুণ শ্রমিক ছাঁটাই উৎসাহিত করবে। যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশের অভ্যুদয়, সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পাটশিল্প ওতপ্রোতভাবে যুক্ত উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, ৫০ লাখ পাট চাষি, পাট শ্রমিক, পাট ব্যবসায়ীসহ প্রায় ৩ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাটশিল্পের সঙ্গে যুক্ত। এ অবস্থায় পাটকল বন্ধ করার আজগুবি সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!