X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মহাসচিব পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: বাবলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ১৬:২৯আপডেট : ২৮ জুলাই ২০২০, ২৩:৫০

 

মহাসচিব পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: বাবলু জাতীয় পার্টির মহাসচিব পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলার কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির নবনিযুক্ত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, ‘দলের কাউন্সিলে পার্টির চেয়ারম্যানকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি যাকে খুশি প্রমোশন দিতে পারেন, আবার যাকে প্রয়োজন বাদ দিতে পারেন। এটি নিয়ে প্রশ্ন তোলার কোনও সুযোগ নেই।’

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে জাপার চেয়ারম্যান জিএম কাদের ইত্তেফাকুল মুসলিমিনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। ইত্তেফাকুল মুসলিমিনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান আতিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আকরাম হুসাইন প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সরিয়ে তার স্থলে জিয়াউদ্দিন বাবলুকে নিয়োগ দেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাপার মহাসচিব পরিবর্তনের কারণ জিজ্ঞেস করার কোনও সুযোগ নেই বলে উল্লেখ করে বাবলু বলেন, ‘পার্টির চেয়ারম্যান প্রয়োজন মনে করছেন বলেই মহাসচিবকে পরিবর্তন করেছেন।’

জাপার গঠনতন্ত্রের ২০ নম্বর ধারাটি অগণতান্ত্রিক কিনা জানতে চাইলে বাবলু আরও বলেন, ‘আমাদের ৭২-এর যে সংবিধান, সেখানেও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে।’

জাপা চেয়ারম্যান জিএম কাদের এবং চিফ প্যাট্রন রওশন এরশাদের নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই কাজ করে যাবো বলে মন্তব্য করে বাবলু বলেন, ‘আমরা ইতিবাচক রাজনীতি করছি। এই ধারা অব্যাহত থাকবে— সংগঠনকে শক্তিশালী ও বিস্তৃত করা। আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবো। ভোট বিপ্লবের জন্য প্রস্তুত হবো।’

ইত্তেফাকুল মুসলিমিনের নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বাবলু বলেন, ‘তারা বলেছেন চামড়ার ন্যায্য দাম পান না। সে বিষয়ে আমরাও একমত। প্রত্যেকবার দাম নির্ধারণ করা হয়, এবারও দাম নির্ধারণ করা হয়েছে। কিন্তু কোনও কারণে তা বাস্তবায়ন হয় না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি চামড়ার দাম নিশ্চিত করার জন্য।’

বন্যা ও করোনায় মানুষ দুর্ভোগে আছে বলে দাবি করে জাপা মহাসচিব বলেন, ‘উপজেলা কাঠামো করেছিলেন এরশাদ। সেই কাঠামো এখনও রয়েছে বলে সরকার মোকাবিলা করতে পারছে। স্বাস্থ্য খাতের অবস্থা বুঝতে পারছেন— যখন জীবন বাঁচানো ফরজ, তখন নকল সার্টিফিকেট বিক্রি হচ্ছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্যের ডিজিকে সরিয়ে দিয়েছেন। আমরা চাই সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপকর্ম করার সাহস না পান।’

এ সময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভূইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস-চেয়ারম্যান আদেলুর রহমান ও মোস্তাকুর রহমান মোস্তাক প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোরবানির আগে রেমিট্যান্সে চাঙ্গা দেশ, ১৭ দিনে এলো ১৬১ কোটি ডলার
কোরবানির আগে রেমিট্যান্সে চাঙ্গা দেশ, ১৭ দিনে এলো ১৬১ কোটি ডলার
ছাত্রদল নেতা সাম্য হত্যার তদন্ত ডিবিতে ন্যস্ত
ছাত্রদল নেতা সাম্য হত্যার তদন্ত ডিবিতে ন্যস্ত
নেতার সঙ্গে মামলা বাণিজ্যে জড়িয়েছে পুলিশ, সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধনে বক্তারা
নেতার সঙ্গে মামলা বাণিজ্যে জড়িয়েছে পুলিশ, সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধনে বক্তারা
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আরও কাছে পাঞ্জাব
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আরও কাছে পাঞ্জাব
সর্বাধিক পঠিত
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ