X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে কী ভাবছে বিএনপি?

আদিত্য রিমন
০৭ আগস্ট ২০২০, ১৯:৫৩আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৯:০৪

খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়া নির্ভর করছে সরকারের সিদ্ধান্ত ও করোনা পরিস্থিতির ওপর। একই সঙ্গে বিদেশ যাওয়ার বিষয়ে তার নিজের সিদ্ধান্তের বিষয়ও আছে। তবে তার চিকিৎসকরা বলছেন, বর্তমানে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, তাতে দেশে উন্নত চিকিৎসা সম্ভব নয়, বিদেশেই চিকিৎসা নিতে হবে। জানা গেছে, বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকারের কাছে শিগগিরই আবেদন করা হতে পারে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির এবং বিদেশে যাওয়ার আবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

খালেদা জিয়ার চিকিৎসকরা বলছেন, ‘তার শরীরের অবস্থা আগে যেমন ছিল, এখনও তেমনই আছে। নতুন করে কোনও সমস্যা সৃষ্টি হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের প্রতিবেদনে বলা হয়েছিল তার “অ্যাডভান্স ট্রিটমেন্ট” প্রয়োজন, তার জন্য “অ্যাডভান্স সেন্টার” লাগবে। আর বাংলাদেশে যদি অ্যাডভান্স ট্রিটমেন্ট এবং অ্যাডভান্স সেন্টার থাকতো তাহলে মানুষকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়া লাগতো না। তাই খালেদা জিয়াকেও অ্যাডভান্স ট্রিটমেন্ট জন্য বিদেশে যেতে হবে। তাছাড়া তার হাঁটু, হাত, পা ও চোখের চিকিৎসা হয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের রিয়াদে। তাহলে এখন সেই চিকিৎসা কীভাবে দেশে সম্ভব?’

খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডামের আগের হাঁটু, হাত, পা ও ডায়াবেটিসের সমস্যা ছিল। এখনও সেই সমস্যা আছে। তিনি এখনও হাঁটতে পারেন না, নিজের পানিও নিজে নিয়ে খেতে পারেন না। তার আধুনিক চিকিৎসার প্রয়োজন। সেটা বিএসএমএমইউর সর্বশেষ স্বাস্থ্যের প্রতিবেদনেও বলা হয়। এখন তা বাংলাদেশে সম্ভব কিনা সবাই জানে।’ এ বিষয়ে খালেদা জিয়ার আরেক চিকিৎসক ও পরিবারের সদস্য ডা. মামুন কোনও মন্তব্য করতে রাজি হননি।

বিএনপির নেতারা বলছেন, ‘খালেদা জিয়ার পরিবার, দলের নেতা ও চিকিৎসকরা চান তিনি বিদেশে চিকিৎসা গ্রহণ করুন। কিন্তু বিদেশে যাওয়ার বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনও কথা বা কোনও সিদ্ধান্তের বিষয়ে বলেননি। তবে রোগী হিসেবে নিশ্চয় তিনিও চাইবেন উন্নত চিকিৎসা। আর উন্নত চিকিৎসা গ্রহণ করতে হলে তাকে বিদেশেই যেতে হবে। ফলে, পরিবার যেহেতু তার বিদেশে চিকিৎসা করাতে চায়, এখন সরকারের পক্ষ থেকে অনুমতি পাওয়া এবং করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে তার যাওয়ার বিষয়টি।’ এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম নিজের অসুস্থতার বিষয়ে কোনও মন্তব্য করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার এক চিকিৎসক বলেন, ‘পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে চান। বিএনপিও চায় তার বিদেশে চিকিৎসা হোক। তার আমরা ডাক্তারদের পরামর্শ হচ্ছে, যত দ্রুত সম্ভব বিদেশে তার চিকিৎসা করানো।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া জামিনে ছাড়া অন্য কোনও উপায়ে মুক্তিতে রাজি ছিলেন না। সেখানে পরিবার তাকে ম্যানেজ করে সরকারের নির্বাহী আদেশে মুক্ত করেছে। এখন পরিবার যেহেতু তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে চায়, ফলে তিনি যেতে রাজি হবেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘খালেদা জিয়া কোথায় চিকিৎসা নেবেন সেটা তার ও তার পরিবারের ওপর নির্ভর করছে। আমরা চাই, তার উন্নত চিকিৎসা।’

চলতি বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে ৬ মাসের মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসভবন ফিরোজাতেই আছেন খালেদা জিয়া। নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না–এই দুই শর্তে সরকার তাকে মুক্তি দিয়েছিল। আগামী ২৪ সেপ্টেম্বর তার মুক্তির মেয়াদ শেষ হবে। 

খালেদা জিয়ার আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে পরিবারের পক্ষ থেকে। তবে সেই সঙ্গে বিদেশে চিকিৎসা নিতে সরকারের অনুমতির জন্য আবেদন করা হবে কিনা সেটা এখনও স্পষ্ট করেনি তার পরিবার। এই মাসের মধ্যে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সঙ্গে আলোচনা এবং করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন পরিবারের সদস্যরা।

খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খোন্দকার মাহবুব হোসেন বলেন, ‘যখন ম্যাডাম বের হন তখন আইনজীবী ও রাজনীতিকদের কোনও ভূমিকা ছিল না। তার আত্মীয়রা স্বাস্থ্যের বিষয়টি দেখিয়ে মুক্তির আবেদন করেছে, সরকারও মানবিকভাবে তা গ্রহণ করেছে। মুক্তির মূল উদ্দেশ্য ছিল, ভালো চিকিৎসা। কিন্তু সেই চিকিৎসার সুযোগ হয়নি করোনার কারণে। এখন তার পরিবার থেকে স্বাভাবিকভাবে আবেদন করা হবে এবং সরকার সেটাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘প্রথমবার যে কারণে তার সাজা স্থগিত করা হয়েছে, একই কারণ এখনও বহাল আছে। এখনও যদি তার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধি করা হয়, তাহলে সেখানে কারণ হিসেবে হয়তো এটাই বলা হবে যে, করোনার কারণে তিনি (খালেদা জিয়া) বিদেশে যেতে পারেননি, অথবা তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে পারেননি, সেই সুযোগের জন্য এটি করা হলো।’

আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে উল্লেখ করে খোন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এরপর এটিতে আইন মন্ত্রণালয় মতামত দেবে। মুক্তি দেওয়ার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের এখতিয়ার। সরকার চাইলে নির্বাহী আদেশে তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হতে পারে।’

খালেদা জিয়া বিদেশে যেতে রাজি কিনা জানতে চাইলে খোন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এটা সম্পূর্ণ ম্যাডামের ব্যক্তিগত ব্যাপার। যেহেতু রাজনৈতিকভাবে বিএনপি ব্যর্থ হয়েছে ম্যাডামের চিকিৎসার ব্যাপারে কোনও ব্যবস্থা গ্রহণ করতে। আন্দোলন করতে চরম ব্যর্থতার কারণে আজকে লাখ-লাখ সমর্থক থাকার পরেও ম্যাডাম অসহায় অবস্থায় পড়ে গেছেন। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।’

বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হবে। আইনজীবীরা আবেদনের বিষয়টির খসড়া তৈরির কাজ করছেন।’ 

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আগে তারা আবেদন করুন। তারপর আবেদনটি দেখে আমরা সিদ্ধান্ত নেবো, সেটি গ্রহণ করবো নাকি করবো না। আর নির্বাহী আদেশে কারামুক্ত থাকা অবস্থায় তার বিদেশে চিকিৎসা বা অন্য কোনও কাজে যাওয়ার সুযোগ নেই। কেননা, নির্বাহী আদেশে তাকে দেশে বসেই চিকিৎসা নেওয়ার শর্ত দেওয়া ছিল।’

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে