‘জাতীয় পার্টির (জাপা) কারণেই ১/১১ এসেছিল বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ১/১১ এলো কেন? আমাদের কারণে। আন্দোলন হলো ‘নো এরশাদ, নো ইলেকশন।’ ইলেকশন হলো না। ওয়ান-ইলেভেনের পরে ২০০৮ সালে নির্বাচন হলো। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, পরবর্তী কাউন্সিলে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তন হবে না। আমি ডার্টি পলিটিকস (নোংরা রাজনীতি) করি না। ঘুরিয়ে-ফিরিয়ে কথা বলি না। যেটা সত্য সেটা বলি। সেটা অপ্রিয় হলেও বলি, প্রিয় হলেও বলি।
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্বিচারে মানুষ হত্যায় উদ্বেগ প্রকাশ করে জাপা চেয়ারম্যান বলেন, এখন মানুষের কোনও নিরাপত্তা নেই। আমার সময় তো র্যাব ছিল না। আমি তো নির্বিচারে অহরহ গুলি করার কোনও হুকুম দেইনি। এখন এসব কী হচ্ছে? মানুষ কোনও কথা বলার অধিকার পাচ্ছে না।
আরও পড়তে পারেন: যেভাবে পহেলা বৈশাখ উদযাপন চায় পুলিশ
আগামী ১৪ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির জাতীয় কাউন্সিল হওয়ার কথা রয়েছে।
নেতা-কর্মীদের উদ্দেশে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, মনে রাখবেন, এবারের কাউন্সিল আমদের দলের জন্য অস্তিত্বের লড়াই। আমি জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। হয়তো আমার জীবনের এটাই শেষে কাউন্সিল। আমি আর আগামী কাউন্সিল নাও পেতে পারি। আমার বয়স হয়েছে। আমি চাই আপনারা বিভক্তি ভুলে আমার সন্তানকে (জাতীয় পার্টি) আমার অনুপস্থিতিতেও বাঁচিয়ে রাখেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের উদ্দেশে এরশাদ বলেন, আমার স্ত্রী রওশন এরশাদ যদি পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী হন, তবে আমার কোনও আপত্তি নেই। তিনি চাইলে আমি দলীয় গঠনতন্ত্র অনুসারে তা লিখে দিতে রাজি আছি। কিন্তু আমি চাই, যেন দলে কোনও বিভক্তি না থাকে। তিনি বলেন, একান্নবর্তী পরিবারে যে সুখ, একক পরিবারে সেই সুখ হতে পারে না। আমরা একান্নবর্তী পরিবার হতে চাই। সবাইকে বলতে চাই, জাতীয় পার্টি হচ্ছে একটা পরিবার। একটা পরিবারই থাকতে চাই। আমি জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমার চলে যেতে হবে। দল তো ভালো রাখতে হবে। পরবর্তী জাতীয় নির্বাচন তার জীবনের শেষ নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়তে পারেন: পর্যটনশিল্প বিকাশে ‘দক্ষিণ এশিয়া ব্র্যান্ড’ তৈরির উদ্যোগ
‘জাপা গৃহপালিত বিরোধী দল’— এমন অভিযোগ স্বীকার করে হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত বিরোধী দল পরবর্তী সময়ে ক্ষমতায় আসে। কিন্তু আমরা প্রকৃত বিরোধী দল হতে পারিনি। হয়েছি গৃহপালিত বিরোধী দল। যদি প্রকৃত বিরোধী দল হতে পারতাম, তবে আমরাও ক্ষমতায় আসতাম। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি যেসব অপকর্ম করেছে, তার সঠিক জবাব পাচ্ছে এখন। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহর সঠিক বিচার হয়েছে, তাই বিএনপির আজ এই অবস্থা।
সভায় উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সৈয়দ আবু হোসেন বাবলা, মীর আব্দুস সবুর আসুদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, নুরুল ইসলাম নুরু প্রমুখ।
/এসটিএস/এমএনএইচ/