X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মে দিবসে সমাবেশের ডাক বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৬, ১৩:৫৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৪:০৫

বিএনপি মহান মে দিবস পালন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা  করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

রবিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান মে দিবস পালন উপলক্ষে যৌথ সভা শেষে দুপুর ১২টার পর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কমসূর্চি ঘোষণা করেন।

এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রিজভী আহমেদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ২৭ মার্চ শ্রমিকদল উদ্যান কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে।

তারা জানিয়ে ছিলেন সমাবেশের অনুমতি দেবেন। কিন্তু তারা এখনও পর্যন্ত অনুমতি না দেওয়ায় গত ২২ এপ্রিল শ্রমিক দল আবার ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে।

আরও পড়ুন: সজীব ওয়াজেদ জয় ২  ‘জয়কে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত আরও ৩ বাংলাদেশি’

তিনি জানান, আমরা সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছি। অনুমতি পাওয়ার পর সমাবেশের প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি নেবো।

বিএনপির এই নেতা বলেন,নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার এলাকার শ্রমিকরা যাতে সমাবেশে আসতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিএনপি।

আরও পড়ুন- অধ্যাপক এএফএম রেজাউল করিম  রাবি শিক্ষক রেজাউল হত্যা মামলা:  জড়িত সন্দেহে যুবক আটক, মামলা ডিবিতে

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুর উর রশিদ, আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু , সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, শামসুজ্জামান, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ।

এছাড়া ঢাকা মহানগর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এসটিএস /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!