X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

গরিব মরলেও আ.লীগের কিছু যায় আসে না: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২১, ১৬:২২আপডেট : ২৫ জুন ২০২১, ১৯:১৩

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ সরকার এখন বলছে শাটডাউন করবে। দশ দিনের জন্য শাটডাউন করলে গরিব মানুষগুলোকে খাবার পৌঁছে দিতে কত টাকা লাগবে আপনাদের? ওরা (সরকার) সেই টাকাও গরিব মানুষকে দেবে না। গরিব মানুষ যদি মারাও যায়, তাদের এতে কিছু যায় আসে না। কারণ, এদের তো ভোটের প্রয়োজন হয় না।

শুক্রবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোনার বাংলা পার্টি আয়োজিত ৮০ দশকের ছাত্রনেতা, পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মীরাজুল ইসলাম আব্বাসীর ১২তম মৃত্যুদিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে ‘কর্মসংস্থান সৃষ্টি হয়নি’- এমন অভিযোগ তুলে মান্না বলেন, আমরা বলেছি দেশের দরিদ্র মানুষ তিন বা ছয় মাস চলতে পারে, এরকম অর্থের ব্যবস্থা করা হোক। এতে কত টাকা লাগতে পারে? ২৫ হাজার কোটি টাকা বা ৫০ হাজার কোটি টাকা?

তিনি সরকারের প্রতি দরিদ্র মানুষের জন্য নগদ প্রণোদনার ব্যবস্থার আহ্বান জানিয়ে বলেন, কতগুলো মানুষ এই টাকা পাওয়ার যোগ্য, এর ব্যবস্থা করেন। ৬ লাখ কোটি টাকার বাজেট করেন, ৫০ হাজার কোটি টাকা এই দরিদ্র মানুষদের দিতে পারবেন না?

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচলে নিষেধাজ্ঞার প্রসঙ্গেও কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। তিনি বলেন, হঠাৎ ব্যাটারি-চালিত রিকশা বন্ধ করে দেওয়া হল। কিন্তু কেন? যারা রিকশার ব্যাটারি আমদানি করলো তাদের ক্ষতি হলো না? যারা নিজের উদ্যোগে রিকশা কিনে কর্মসংস্থানের ব্যবস্থা করলো, সেই রিকশাচালকদের কী পরিস্থিতি। কোনও বিবেচনা নাই, হঠাৎ করেই বলে দিলো মোটরচালিত রিকশা অবৈধ। তুমি (সরকার) নিজেই অবৈধ, তুমি কাকে অবৈধ বলো? রাজনৈতিক নেতা ও প্রশাসনের লোকদের অসংখ্য অবৈধ গাড়ি রাস্তাঘাটে চলাচল করছে বলেও অভিযোগ তোলেন মান্না।

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুন নুর, সাধারণ সম্পাদক সৈয়দ সৈয়দ হারুন-অর-রশীদ, বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বাংলাদেশ জনদল চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আবদুল মোনেম, পিপলস গ্রিন পার্টি চেয়ারম্যান রাজু আহমেদ খান, নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ।

/এসএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি