X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২২-২৩ নভেম্বর ও ২০ ডিসেম্বর কর্মসূচি দিয়েছে বামজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ১৬:১২আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭:৪৩

জ্বালানি তেলের দাম ও পরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ২২ ও ২৩ নভেম্বর সারাদেশের জেলা প্রশাসন কার্যালয়ে সামনে বিক্ষোভ করবে বাম গণতান্ত্রিক জোট। এরপর ২০ ডিসেম্বর ঢাকায় জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে এই জোট। সোমবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জোটের অন্যতম নেতা সাইফুল হক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

এর আগে সোমবার দুপুরে ঢাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট। এদিন পল্টন মোড় থেকে মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার পথে জিরো পয়েন্টে মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। এ কারণে সেখানেই সমাবেশ শুরু হয়।

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বামজোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘সরকার গত সাত বছরে জ্বালানি থেকে ৪৩ হাজার ৫২ হাজার কোটি টাকা লাভ করেছে। কিন্তু উল্টো ভর্তুকি না দিয়ে মূল্য আরও বাড়িয়েছে। পরিবহন ভাড়ার দামও বাড়ানো হয়েছে।’

বজলুর রশীদের অভিযোগ, জনগণের প্রতি বর্তমান সরকারেরর কোনও দায়বদ্ধতা নেই।

বিক্ষোভ সভায় জোটের শরিক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘প্রতিটি পণ্যের দাম মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। মানুষ এখন একদিন বাঁচলে আরেকদিন কীভাবে বাঁচবে তা জানা নেই তাদের। এমন অবস্থায় ঘরপোড়ার মধ্যে আলুপোড়া দিয়ে সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতার মন্তব্য, ‘জ্বালানি তেলের সিন্ডিকেট এখন সরকারি দলের নিয়ন্ত্রণে। তারা জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা প্রতিদিন আত্মসাৎ করেন। নিচ থেকে ওপর পর্যন্ত সেই টাকার ভাগ-বাটোয়ারা হয়। সরকার বলে এটা নাকি মুক্তবাজার। বাংলাদেশে মুক্তবাজার বলে কিছু নেই। এজন্য বাজারে যখন একটি জিনিসের দাম বাড়ে তা আর কখনও কমে না। বর্তমান সরকার সিন্ডিকেট, মুনাফাখোর ও দুর্নীতিবাজদের সরকার।’

সমাবেশে আরও ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সভাপতি বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন।

/জেডএ/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
গাজীপুরে বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
মোদির বাড়ির সামনে বিক্ষোভ করতে পারলেন না কেজরিওয়ালের সমর্থকরা
ছাত্রদল নেতা জামিল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
প্রসঙ্গ ‘অলক্তক’
প্রসঙ্গ ‘অলক্তক’
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে