X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান অলির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২২, ১৬:০৯আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৬:১৮

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দয়া করে এখন ক্ষান্ত হন, প্রতিশোধের রাজনীতি পরিহার করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যতদ্রুত সম্ভব সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক, নিষ্ঠাবান ও দেশের মানুষের আস্থাভাজন ব্যক্তিদের দ্বারা গঠিত একটি জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে প্রস্তান করুন।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর হাতিঝিল এলাকায় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থির পরিস্থিতিতে করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

লিখিত বক্তব্যে দেশের অর্থনৈতিক সংকট উল্লেখ করে অলি বলেন, ‘বৈদেশিক মুদ্রা অর্জনের মূল উৎস তৈরি পোশাক শিল্প, যা বর্তমানে সংকটাপন্ন। ইতোমধ্যে শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হওয়া অব্যাহত আছে। এলসি বন্ধ থাকায় কাঁচামাল আমদানী বন্ধ। ক্রয়াদেশ অনেকাংশে স্থগিত করা হয়েছে। শ্রমিক ছাটাই ক্রমাগত চলছে, ফলে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে।’

অলির দাবি, প্রবাসী রেমিটেন্স-আশংকাজনক হারে কমছে। ফলে ডলারের মূল্য বাড়ছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে। ডলার সংকটের কারণে খাদ্য পরিস্থিতির অবনতি হতে পারে। সার, ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, কীটনাশকের দাম বাড়ায় কৃষি উৎপাদন কেমবে।

এলডিপি সভাপতি বলেন, ‘গত ১২ বছর ধরে গ্রামীণ অর্থনীতি সচল রাখাতে সরকার উল্লেখযোগ্য তেমন কোনও প্রকল্প হাতে নেয়নি। বর্তমানে মেগা প্রকল্পের সংখ্যা ২০টি, যা ১৮ কোটি মানুষ এবং দেশের অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী বলা যায়।’

তিনি জানান, বর্তমানে সরকারের ঋণ ১৪০ বিলিয়ন ডলার, যা আগামী পাঁচ মাস পর থেকে পরিশোধ শুরু হবে। এছাড়াও বিভিন্নপ্রকল্পে উৎপাদন ছাড়া বড় অঙ্কের সুদের টাকা পরিশোধ করতে হবে। যেমন-কয়েক মাস পর থেকে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সুদ বাবদ ৫৬৫ মিলিয়ন ডলার হিসেবে পরিশোধ করতে হবে। সরকার সমর্থিত কুইক রেন্টাল প্যান্টের জন্য উৎপাদন ছাড়াই প্রতিমাসে কয়েকশ’ মিলিয়ন ডলার পরিশোধ করতে হয়।’

অলি আহমদের ভাষ্য, ‘দুর্নীতি ও টাকা পাচারের কারণে সমাজের অবকাঠামো ভেঙে পড়েছে। স্বচ্ছতা ও জবাবদিহি না থাকায় বর্তমান সংকট সৃষ্টি হয়েছে এবং রিজার্ভ দ্রুত কমে যাচ্ছে। দেশ-বিদেশের কেউ এই সরকারের ওপর আস্থা রাখতে পারেছে না। কোনও অবস্থাতেই বর্তমান সরকারের পক্ষে এই সংকট থেকে বের হয়ে আসা সম্ভব হবে না।’

সংবাদ সম্মেলনে এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এসএম মোর্শেদ, খায়রুল কবির পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়: এলডিপি মহাসচিব
খালেদা জিয়ার সঙ্গে অলি আহমদের সাক্ষাৎ 
রানা প্লাজার পর বাইডেন-উপদেষ্টাকাণ্ডে আলোচনায় আসেনএলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল