গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।
বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
রাজনৈতিক দলগুলো হলো—বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), সমাজতান্ত্রিক মজদুর পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী বলেন, '১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। এখন আরেকটি যুদ্ধ করার জন্য রাজপথে আছি। সে যুদ্ধ হলো- আমাদের বাঁচার অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার, লেখা-পড়ার অধিকার, গণতন্ত্রের অধিকার।
তিনি বলেন, জনগণ রাজপথ থেকে খালি হাতে ফিরে যাবে না। তাই এখনও সময় আছে, জনগণের ভাষা বুঝুন। জনগণের ভাষা না বুঝলে গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদের বিদায় হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, এসডিপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিডিপির মহাসচিব হারুন আল রশীদ খান প্রমুখ।