X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ভুলের পর ভুলে সরকারকে গুনতে হবে চড়া মাশুল: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৫:৫১আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২১:০০

অতীতের স্বৈরাচারদের তুলনায় বর্তমান সরকার বহুগুণ বেশি ভুল করছে। একের পর এক ভুলের কারণে তাদের চড়া মাশুল গুনতে হবে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া ব্রিফিংকালে এসব কথা বলেন দলের নেতারা।

মার্কিন পর্যবেক্ষক দলের সুপারিশ মেনে কার্যকর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রদান এবং অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছাড়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় এবি পার্টি।

‘মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশ পর্যালোচনা ও অবৈধ সরকারের পদত্যাগ’ দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে এই মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ আজ জাতীয় জীবনের একটি সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে, তারা কথায় কথায় সংবিধানের দোহাই দেয়। যখন গোটা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে এগিয়ে এসেছে, তখন সরকার একগুঁয়েমি করে হুংকার দিচ্ছে, তারা কাউকে পরোয়া করে না।

দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, অতীতের স্বৈরাচারদের তুলনায় বর্তমান সরকার বহুগুণ বেশি ভুল করছে। একের পর এক ভুলের কারণে তাদের চড়া মাশুল গুনতে হবে। সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে তারা শ্রেণিবৈষম্য উসকে দিয়ে নিজেদের বিপজ্জনক পতনের প্রেক্ষাপট তৈরি করছে।

তিনি বলেন, মার্কিন পর্যবেক্ষকরা সবার সঙ্গে কথা বলেছে। এবি পার্টিসহ সক্রিয় কার্যকর দলগুলোকে নিবন্ধন না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলকেও ক্ষুব্ধ ও বিস্মিত করেছে। তারা পরিস্থিতি পর্যালোচনা করে যে পাঁচ দফা সুপারিশ দিয়েছে, তা খুবই যুক্তিযুক্ত।

তিনি মার্কিন পর্যবেক্ষকদের সুপারিশ মেনে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দেওয়ার এবং অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছাড়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

/এসটিএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন: প্রেস সচিব
সর্বশেষ খবর
সহকারী শিক্ষক পদপ্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
সহকারী শিক্ষক পদপ্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
স্বাস্থ্য-শিক্ষা অধিদফতর ঘেরাও করে বিক্ষোভ
স্বাস্থ্য-শিক্ষা অধিদফতর ঘেরাও করে বিক্ষোভ
থানা থেকে লুট হওয়া পিস্তল মাটির নিচ থেকে উদ্ধার
থানা থেকে লুট হওয়া পিস্তল মাটির নিচ থেকে উদ্ধার
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট