জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঐক্যজোট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন বিষয়ে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জোটের চেয়ারম্যান মাওলানা আবু জাফর কাসেমী সভাপতিত্ব করেন।
সভায় বলা হয়, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে তফসিল ১০ দিন পেছানোর দাবি জানানো হয়েছিল। কিন্তু কমিশন সেটি বাস্তবায়ন করেনি। এর প্রতিবাদে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের শরিক দলের ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত হয়।