রাঙামাটিতে পাহাড়ি জনগণের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, খাগড়াছড়ি শহরে গুলিবর্ষণে তিন জন নিহত এবং বাড়ি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, পাহাড়ি-বাঙালি সংঘাত সৃষ্টি করে দেশি-বিদেশি কায়েমি স্বার্থবাদী মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চক্রান্ত চালাচ্ছে। একই সঙ্গে পার্বত্য জেলাগুলো থেকে অবিলম্বে অলিখিত সেনাশাসন প্রত্যাহারের দাবি জানান তিনি।
বিবৃতিতে ফয়জুল হাকিম বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। ফ্যাসিবাদের দোসর, মদদদাতা সব দেশি-বিদেশি শক্তি তৎপর রয়েছে। সমগ্র সমাজে এখনও ফ্যাসিবাদী সংস্কৃতি আধিপত্য বিস্তার করে আছে।
ফয়জুল হাকিম আরও বলেন, গত ১৩ দিনে দেশে ছয় জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে উপাসনালয় ও মাজার। এ সবই হচ্ছে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা।
বিবৃতিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশ এগিয়ে নিতে দ্রুত এসব হত্যা ও হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানানো হয় বিবৃতিতে।