রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর প্রধানদের সঙ্গে দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। দলের নীতিনির্ধারণী পরিষদ এ সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস-চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরীসহ অনেকে ছিলেন।
এনডিএম মনে করে, পুলিশ বাহিনীকে স্বতন্ত্র কমিশনের মাধ্যমে জবাবদিহির আওতায় আনতে হবে। দলটি এ লক্ষ্যে একটি প্রস্তাব তৈরি করছে।
এনডিএম নীতিনির্ধারণী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ছাত্র-জনতার সংহতি সমাবেশ’ আয়োজন করা হবে।
দেশের বিভিন্ন সেক্টর সংস্কারে ছয়টি আলাদা কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, তারা অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সাবেক স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।