বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যেকোনও পর্যায়ের নেতাকর্মী চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অস্বচ্ছতা এবং নীতিবহির্ভূত কোনও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে।
শনিবার (৮ মার্চ) দুপুর আড়াইটায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের চিন্তা-চেতনায় এক নতুন বাংলাদেশের রূপকল্প এসে হাজির হয়েছে। আমরা এক নয়া রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই, যেখানে রাজনীতি হবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত এবং গণমানুষের সেবায় নিয়োজিত। কিন্তু দেখা যাচ্ছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও কিছু বিপথগামী ব্যক্তি রাজনীতির পুরাতন বন্দোবস্ত তথা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস থেকে বের হতে পারছে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা যেমন অন্যান্য রাজনৈতিক শক্তিকে সাবধান করে দিতে চাই, তেমনই গণতান্ত্রিক ছাত্রসংসদের বর্তমান নেতা, সংগঠক ও সদস্যদেরও স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা আমাদের কমিউনিটিতে কোনও দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের জায়গা দেবো না। যারা এ ধরনের অপকর্ম, নৈতিক স্থলনের সঙ্গে যুক্ত থাকবে তাদের সাংগঠনিকভাবে স্থায়ী বহিষ্কার করার পাশাপাশি আইনের আওতায় আনতে রাষ্ট্র ও সরকারকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সর্বোচ্চ সহায়তা করবে।
গণতান্ত্রিক ছাত্রসংসদ জানিয়েছে, ভবিষ্যতে যারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সঙ্গে রাজনৈতিক কিংবা সামাজিকভাবে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করে, তাদের মাঝেও যদি এ ধরনের প্রবণতা কিংবা কোনও বিশেষ নিয়ম বহির্ভূত আকাঙ্ক্ষা জন্ম নেয় তাহলে স্পষ্ট করে বলতে চাই, আমরা জুলাইয়ের রক্তের ওপরে দাঁড়িয়ে আছি। আমাদের প্রতিজ্ঞা এবং আকাঙ্ক্ষা গণমানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে দেশের শিক্ষাঙ্গন এবং সামাজিক পরিসরে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতির সূচনা করা। যারা তাতে বাধা দেবে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এই বিষয়ে দেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। এ ধরনের কর্মকাণ্ডকে আশ্রয়, প্রশ্রয় দেয় তেমন কাউকে রাজনৈতিক সহাবস্থানের সুযোগ করে দেবো না।
বিজ্ঞপ্তিতে দেশের সার্বিক পরিস্থিতিকে সুদৃঢ় করতে ক্রিয়াশীল অন্যান্য সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোকেও চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের আহ্বান জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।