X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৫, ১৭:৪২আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৪২

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে একমত পোষণ করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ভিপি নূরের দল গণঅধিকার পরিষদ। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন চান তারা। তাছাড়াও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়েও মত দিয়েছেন উভয় দলের নেতারা।

বুধবার (২৩ এপ্রিল) বিকাল সোয়া ৪টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন দুই দলের শীর্ষ নেতারা। বিকাল ৩টায় শুরু হয়ে সংলাপ চলে ৪টা পর্যন্ত।

ব্রিফিংয়ের শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, গণঅধিকার পরিষদের সঙ্গে নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচন ও এর আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়েও আমরা একমত হয়েছি। জুলাই গণহত্যাকারীদের দ্রুত বিচার এবং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী শক্তির বিরুদ্ধেও একসঙ্গে কাজ করবে দুই দল।

তিনি বলেন, স্বাধীনতার পর যারাই রাষ্ট্র শাসন করেছেন, কেউই দেশপ্রেমিক শক্তি ছিলেন না। আমরা চাই আগামীতে দেশপ্রেমের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবো। নারী সংস্কার কমিশনের ইসলামবিরোধী ধারাগুলো বাতিলের দাবি জানান চরমোনাই পীর। পিআর পদ্ধতিতে নির্বাচনেরর বিষয়ে একমত হয়েছেন বলেও জানান।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আগামীতে তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তা সঠিক হবে না। তাই আমরা সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছি। আমরা মনে করি সংস্কার কাজ চলবে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতিও চলবে। তাই এই সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার। এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ একমত হয়েছে। কারণ স্থানীয় সরকার প্রতিনিধি না থাকায় জনগণ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে।

নুর আরও বলেন, নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে প্রতিনিধিত্বশীল সরকার হবে। তাই আমরা এ পদ্ধতিতে নির্বাচন চাই।

তিনি বলেন, ইসলামি মূল্যবোধের বিরুদ্ধে কোনও কিছু আমরা মানবো না। নারী সংস্কার কমিশনে ইসলামবিরোধী কিছু থাকলে তাও আমরা সমর্থন করবো না।

সংস্কার, নির্বাচন ও চলমান ইস্যুতে এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা আহমাদ আব্দুল কাইউম।

অপরদিকে গণঅধিকার পরিষদের পক্ষে দলটির সভাপতি নুরুল হক নুর ও সহ-সভাপতি ফারুক হাসান ছাড়াও উপস্থিত ছিলেন মুখপাত্র হাসিবুর রহমান, উচ্চতর পরিষদ সদস্য অ্যাডভোকেট নুরে এরশাদ ও হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
‘সংস্কার ছাড়া নির্বাচন ইসলামী আন্দোলন চায় না’
নারী সংস্কার কমিশন বাতিলে জামায়াত-এবি পার্টিসহ ইসলামি দলগুলো একমঞ্চে
মানবিক করিডরের আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে: চরমোনাই পীর
সর্বশেষ খবর
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট