X
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২

বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাতিল চায় এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ২১:৩৬আপডেট : ২২ জুন ২০২৫, ২১:৩৬

রাষ্ট্রের মূলনীতি নির্ধারণে ৭২-এর সংবিধানে থাকা চার মূলনীতি বাতিল চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া জাতীয় ঐকমত্যের স্বার্থে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে ছাড় দিতে রাজি তরুণদের এই দলটি।

রবিবার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির প্রতিনিধিরা।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, এনসিপির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা ছিল— একজন ব্যক্তি দুবার (প্রধানমন্ত্রী) শপথ নিতে পারবেন। তবে ঐকমত্যের স্বার্থে সবাই যদি ১০ বছর বলে, বা সময় নির্ধারণের ক্ষেত্রে— আমাদের দিক থেকে ফ্লেক্সিবল থাকবে।

তিনি বলেন, পরে আলোচনায় আসলো— প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সীমিত করতে হয়, এর পাশাপাশি আপার হাউজ, পিআর, এনসিসি— এসব নিয়েও আলোচনা করতে হবে। তা না হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেকটাই কমে যাবে। এক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে— এনসিসি বা সাংবিধানিক পদগুলো নিয়োগের ক্ষেত্রে আমরা চাইবো, নির্বাচন কমিশনের মতো কোনও প্রতিষ্ঠান পক্ষপাতমূলক আচরণ করবে না। তাদের নিয়োগটা হবে একেবারে নিরপেক্ষভাবে।

তিনি বলেন, সে ক্ষেত্রে আসলে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার কথা, তাদের নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যদি হাত না থাকে—সেক্ষেত্রে ক্ষমতাটা কমে না। বরং ওই জায়গায় ওই জুরিসডিকশনটা থাকারই কথা না।

রাষ্ট্রীয় মূলনীতির বিষয়ে দলের যুগ্ম সদস্য সচিব জাবেদ রাসেল বলেন, এ নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আমরা স্পষ্টভাবে জানিয়েছি— ৭২-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না। এই চারটি মূলনীতি বাদ দিতে হবে।

তিনি বলেন, কিছু রাজনৈতিক দল তাদের আদর্শিক জায়গা থেকে এ ব্যাপারে একমত হতে পারেনি। আমরা সে ক্ষেত্রে বলেছি, আমাদের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী যে স্পিরিট— সেই স্পিরিটের বিপরীতে গিয়ে এখানে আলোচনা করার কোনও মানে হয় না।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
রাজবাড়ীতে পদযাত্রা শুরু করেছেন এনসিপির নেতারা
আ.লীগ রাজনীতিতে ফেরার আর কোনও সুযোগ পেতে পারে না: আখতার
আবার গোপালগঞ্জ যাবো, জেলার মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো: নাহিদ
সর্বশেষ খবর
ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের
ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের
ভাস্কর হামিদুজ্জামান খান আইসিইউতে
ভাস্কর হামিদুজ্জামান খান আইসিইউতে
ট্রায়ালে খেলোয়াড় বাছাই, থাকবেন বিদেশি কোচ!
ট্রায়ালে খেলোয়াড় বাছাই, থাকবেন বিদেশি কোচ!
গোপালগঞ্জে বাড়লো কারফিউয়ের সময়
গোপালগঞ্জে বাড়লো কারফিউয়ের সময়
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা
গোপালগঞ্জে সহিংসতার দায় কার
গোপালগঞ্জে সহিংসতার দায় কার