X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বিকাশ অ্যাপ দিয়ে সঞ্চয় শুরু আইডিএলসিতে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২০

দেশের যেকোনও জায়গা থেকে বিকাশ অ্যাপের মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্সের ডিজিটাল সেভিংস সেবা গ্রহণ করা যাচ্ছে। ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠছে সেবাটি। গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর থেকে এর আওতায় এখন পর্যন্ত ৯০ হাজার গ্রাহক প্রায় ১৪ কোটি টাকা সঞ্চয় করেছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিকাশ।

জানা যায়, গ্রাহকরা প্রয়োজনে সঞ্চয়ের তিন মাস পর যেকোনও পর্যায়ে জমা করা টাকা বিকাশ অ্যাপের মাধ্যমে তুলে নিতে পারেন। সঞ্চয়ের মেয়াদ পূর্ণ হওয়ার পর মুনাফাসহ পুরো টাকা ক্যাশআউট করা যাবে কোনও খরচ ছাড়াই।

সঞ্চয় সেবা চালুর জন্য বিকাশের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়’ বা সেভিংস অপশনে ক্লিক করতে হবে। বর্তমানে মাসে ৫০০, এক হাজার, দুই হাজার এবং তিন হাজার টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে সঞ্চয়ী প্রকল্প থেকে সঞ্চয় করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন সেবায় বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখে আইডিএলসিতে জমা হয়ে যায়। নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় টাকা বিকাশ হিসাবে রাখতে গ্রাহককে বার্তা দেওয়া হয়। জমার পরিমাণ, সঞ্চয়ের সময় এবং মুনাফার পরিমাণ অ্যাপ থেকেই দেখা যাবে।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদের দৃষ্টিতে, ‘আইডিএলসি ও বিকাশ সঞ্চয় চর্চায় প্রযুক্তির মাধ্যমে স্বাচ্ছন্দ্য নিয়ে এসেছে। অল্প অঙ্কের সঞ্চয় করার এই সুযোগ সবশ্রেণির মানুষের সামগ্রিক সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হবে।’

আইডিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জাভেদ নূর মনে করেন, বাংলাদেশে প্রথমবারের মতো এমন সঞ্চয়ের সুযোগ আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা জনগোষ্ঠীর মধ্যে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। তার আশা, দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের লক্ষ্যে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/আরকে/জেএইচ/
সম্পর্কিত
বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে
এমএফএসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে আগস্টে, বেশিরভাগই বিকাশে
ক্যাশ কালেকশনে বিকাশের বিটুবি সল্যুশন ব্যবহার করবে এসএমসি
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান
রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
এক নম্বর হতে চান মিরাজ
এক নম্বর হতে চান মিরাজ
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি