বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের চতুর্থ আসরে ‘বেস্ট ইনোভেশন-প্রোডাক্ট ডেভেলপমেন্ট’ পুরস্কার পেলো বিকাশ ম্যাপ। একইসঙ্গে ‘বেস্ট ইনোভেশন-ফাইন্যান্স ইনোভেশন ইন আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট’ শাখায় অনারেবল মেনশন পুরস্কার পেয়েছে বিকাশ। বুধবার (৯ মার্চ) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রাহকদের প্রয়োজনে নিকটস্থ এজেন্ট, মার্চেন্ট বা গ্রাহক সেবাকেন্দ্র খুঁজে নিতে সহায়তা করে বিকাশ ম্যাপ। সারা দেশে বিকাশের ৩ লাখ এজেন্ট পয়েন্ট, ২৮৪টি গ্রাহক সেবাকেন্দ্র, ২ লাখ ৬০ হাজারের বেশি মার্চেন্ট পয়েন্ট থেকে এই সেবা নেওয়া যাচ্ছে।
বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত এই পুরস্কারের মাধ্যমে জীবনকে সহজ করা উদ্ভাবন ও ধারণাগুলোকে সম্মানিত করা হয়। এবারের আয়োজনে ১৮টি উদ্ভাবনকে বিজয়ী এবং ২০টিকে অনারেবল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের হাত থেকে পুরস্কার দুটি গ্রহণ করেন বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা। অনুষ্ঠানে আরও ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।