X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অটোমেটেড ওভার দ্য উইকএন্ড ঋণ বিতরণ স্ট্যান্ডার্ড চার্টার্ডের

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ১৭:১৩আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৭:৩২

ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স প্রোগ্রামের অধীনের দেশের প্রথম ‘অটোমেটেড ওভার দ্য উইকএন্ড’ ঋণ বিতরণ সম্পন্ন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এখন থেকে গ্রাহকরা সাপ্তাহিক ছুটির দিনেও ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং লোন গ্রহণ করতে পারবেন। প্রথম গ্রাহক হিসেবে নেসলে বাংলাদেশ লিমিটেড এই ঋণ গ্রহণ করে। রবিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে গ্রাহকরা ছুটির দিনেও ঋণ বিতরণ ব্যবস্থা চালুর চাহিদা প্রকাশ করছিলেন। কারণ, ছুটির দিনেও ডিস্ট্রিবিউটরদের পণ্য ডেলিভারি করতে হয়। কিন্তু মূল্য পরিশোধের আগে উৎপাদক-মহল পণ্য সরবরাহে অনীহা প্রকাশ করেন। ফলে ডিস্ট্রিবিউটরদের সাপ্তাহিক ছুটির আগের দিন ঋণ সংগ্রহ করতে হতো। তবে নতুন এই ঋণ-ব্যবস্থার মাধ্যমে তারা এখন ছুটির দিনেও ঋণ গ্রহণ করতে পারবেন। এই প্রোগ্রামটি সপ্তাহজুড়ে অর্থায়ন নিশ্চিতের মাধ্যমে ক্ষুদ্র-মাঝারি ডিস্ট্রিবিউটরদের ক্ষমতায়নে সাহায্য করবে।  

এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব ট্রান্সেকশন ব্যাংকিং লুথফুল আরেফিন খান বলেন, ‘গ্রাহকদের সহায়তা দেওয়ার লক্ষ্যে আমরা ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং প্রোগ্রামটি শুরু করেছি। এই প্রোগ্রামের মাধ্যমে তারা জামানতমুক্ত স্ট্রাকচার ও প্রতিযোগিতামূলক বাজার দর নিশ্চিতের পাশাপাশি আর্থিক শৃঙ্খলা ও সঠিক হিসাবরক্ষণ শিখছে। ঋণ বিতরণ দ্রুততর করতে আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় এবং অনলাইনের মাধ্যমে পরিচালনা করছি।’

নেসলে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপাল আবেবিক্রমা বলেন, ‘গ্রাহক অর্থায়নের অগ্রদূত হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পাশাপাশি নেসলে বাংলাদেশ লিমিটেড একত্রে ‘কাস্টমার সেন্ট্রিসিটি’র প্রতি ফোকাস করে আরও একটি উদ্ভাবনী ‘ইন্ডাস্ট্রি ফার্স্ট’ সল্যুশন প্রদান করছে। এই নতুন সল্যুশন আমাদের গ্রাহকদের হাতে উন্নতমানের পণ্য পৌঁছে দিতে এবং গ্রাহক পরিষেবা আরও উন্নত করতে সাহায্য করবে। এই সল্যুশন থেকে অন্য এসএমইগুলোও সমানভাবে উপকৃত হবে।’

 

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক