X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

৩ কোটি ছাড়ালো এমিরেটসের লয়্যাল কাস্টমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ২০:১৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২০:১৯

এমিরেটস এয়ারলাইন এবং ফ্লাই দুবাইয়ের লয়্যালটি প্রোগ্রাম—এমিরেটস স্কাইওয়ার্ডসের সদস্য সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। এ মাইলফলক অর্জন উপলক্ষে লয়্যাল কাস্টমারদের বিভিন্ন আকর্ষণীয় অফার দিচ্ছে এমিরেটস।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমিরেটস জানিয়েছে, ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এমিরেটসের নির্ধারিত কিছু ফ্লাইটে যাত্রীদের বিশেষ ব্র্যান্ডের কাপ কেক উপহার দেওয়া হবে। ২৩ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সদস্যরা একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া সুযোগ পাবেন। বিজয়ীর জন্য থাকবে এক মিলিয়ন স্কাইওয়ার্ডস মাইল (পয়েন্ট), যা দুবাই-লন্ডন রুটে ১০টি বিজনেস শ্রেণির টিকিট ক্রয় করার জন্য যথেষ্ট।

৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে স্কাইওয়ার্ডস সদস্যরা দুবাই বা ভায়া দুবাই ভ্রমণ করলে পুরষ্কার জেতার সুযোগ থাকবে। দুবাই বিমান বন্দরে অবতরণের পর ভাগ্যবান যাত্রী তার লাগেজে ’৩০ মিলিয়ন’ লেখা একটি লাল ট্যাগ দেখতে পাবেন। তিন দিনে ১০ জন ভাগ্যবান যাত্রীর প্রত্যেকে ৩০ হাজার করে মাইল উপহার হিসেবে পাবেন। এছাড়াও ৩০ জন পাবেন সিলভার টিআর আপগ্রেড, ১০ জন স্কাইওয়ার্ডস প্লাস প্যাকেজ, ৩০ জন ফ্লাইট আপগ্রেড, এবং ৩০ জন দুবাইয়ে সৌজন্যমূলক শোফের ড্রাইভ সার্ভিস।

অন্যদিকে, ৭ ফেব্রুয়ারি ফ্লাই দুবাই ফ্লাইটে ভ্রমণকারীদের জন্য থাকছে বিভিন্ন উপহার। এর মধ্যে থাকবে ৪ জনের জন্য সিলভার টিআর আপগ্রেড, ৭৫ হাজার বোনাস স্কাইওয়ার্ডস মাইল, ১ জনের জন্য স্কাইওয়ার্ডস এবং প্যাকেজ, ২ জনের জন্য বিজনেস ক্লাস আপগ্রেড, এবং ৭ জনের জন্য দুবাইয়ের ২ নং টার্মিনালে ফ্লাই দুবাই বিজনেস ক্লাস লাউঞ্জ ব্যবহার সুবিধা।

এমিরেটস স্কাইওয়ার্ডসের সদস্যরা বাংলাদেশসহ বিশ্বের ১৮০টির অধিক দেশে বিস্তৃত। গড়ে প্রতি মাসে এই প্রোগ্রামে যুক্ত হচ্ছে নতুন ১ লক্ষ ২০ হাজারের ওপর সদস্য। বাংলাদেশে স্কাইওয়ার্ডসের সদস্য সংখ্যা ৮০ হাজারের অধিক।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫