X
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
১৩ আশ্বিন ১৪৩০

৩ কোটি ছাড়ালো এমিরেটসের লয়্যাল কাস্টমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ২০:১৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২০:১৯

এমিরেটস এয়ারলাইন এবং ফ্লাই দুবাইয়ের লয়্যালটি প্রোগ্রাম—এমিরেটস স্কাইওয়ার্ডসের সদস্য সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। এ মাইলফলক অর্জন উপলক্ষে লয়্যাল কাস্টমারদের বিভিন্ন আকর্ষণীয় অফার দিচ্ছে এমিরেটস।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমিরেটস জানিয়েছে, ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এমিরেটসের নির্ধারিত কিছু ফ্লাইটে যাত্রীদের বিশেষ ব্র্যান্ডের কাপ কেক উপহার দেওয়া হবে। ২৩ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সদস্যরা একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া সুযোগ পাবেন। বিজয়ীর জন্য থাকবে এক মিলিয়ন স্কাইওয়ার্ডস মাইল (পয়েন্ট), যা দুবাই-লন্ডন রুটে ১০টি বিজনেস শ্রেণির টিকিট ক্রয় করার জন্য যথেষ্ট।

৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে স্কাইওয়ার্ডস সদস্যরা দুবাই বা ভায়া দুবাই ভ্রমণ করলে পুরষ্কার জেতার সুযোগ থাকবে। দুবাই বিমান বন্দরে অবতরণের পর ভাগ্যবান যাত্রী তার লাগেজে ’৩০ মিলিয়ন’ লেখা একটি লাল ট্যাগ দেখতে পাবেন। তিন দিনে ১০ জন ভাগ্যবান যাত্রীর প্রত্যেকে ৩০ হাজার করে মাইল উপহার হিসেবে পাবেন। এছাড়াও ৩০ জন পাবেন সিলভার টিআর আপগ্রেড, ১০ জন স্কাইওয়ার্ডস প্লাস প্যাকেজ, ৩০ জন ফ্লাইট আপগ্রেড, এবং ৩০ জন দুবাইয়ে সৌজন্যমূলক শোফের ড্রাইভ সার্ভিস।

অন্যদিকে, ৭ ফেব্রুয়ারি ফ্লাই দুবাই ফ্লাইটে ভ্রমণকারীদের জন্য থাকছে বিভিন্ন উপহার। এর মধ্যে থাকবে ৪ জনের জন্য সিলভার টিআর আপগ্রেড, ৭৫ হাজার বোনাস স্কাইওয়ার্ডস মাইল, ১ জনের জন্য স্কাইওয়ার্ডস এবং প্যাকেজ, ২ জনের জন্য বিজনেস ক্লাস আপগ্রেড, এবং ৭ জনের জন্য দুবাইয়ের ২ নং টার্মিনালে ফ্লাই দুবাই বিজনেস ক্লাস লাউঞ্জ ব্যবহার সুবিধা।

এমিরেটস স্কাইওয়ার্ডসের সদস্যরা বাংলাদেশসহ বিশ্বের ১৮০টির অধিক দেশে বিস্তৃত। গড়ে প্রতি মাসে এই প্রোগ্রামে যুক্ত হচ্ছে নতুন ১ লক্ষ ২০ হাজারের ওপর সদস্য। বাংলাদেশে স্কাইওয়ার্ডসের সদস্য সংখ্যা ৮০ হাজারের অধিক।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে যাবে বাংলাদেশ: রাষ্ট্রপতি
সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে যাবে বাংলাদেশ: রাষ্ট্রপতি
ন্যাটো মিত্র স্লোভাকিয়ার নির্বাচন, জরিপে এগিয়ে ‘রুশপন্থি’ নেতা
ন্যাটো মিত্র স্লোভাকিয়ার নির্বাচন, জরিপে এগিয়ে ‘রুশপন্থি’ নেতা
কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গে থাকছে মাদক মামলার ৫ হাজার আসামি
কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গে থাকছে মাদক মামলার ৫ হাজার আসামি
বিদেশেও স্যাংশন দেওয়া আছে, কোথায় পালাবেন: গয়েশ্বর
বিদেশেও স্যাংশন দেওয়া আছে, কোথায় পালাবেন: গয়েশ্বর
সর্বাধিক পঠিত
নারী সার্জেন্টকে মারধরের ঘটনায় মা-মেয়ে কারাগারে
নারী সার্জেন্টকে মারধরের ঘটনায় মা-মেয়ে কারাগারে
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
সাকিবের বক্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল
সাকিবের বক্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: বাংলা ট্রিবিউনকে স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপিখালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: বাংলা ট্রিবিউনকে স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা
আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা