জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল জীবনের সচিত্র গ্রন্থ ‘শিশুদের শেখ মুজিব’-এর মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান রচিত ‘শিশুদের শেখ মুজিব’ গ্রন্থটি শিশুতোষ এবং চিত্রগল্পে সাজানো। বইটি খোকার শৈশবকাল অ্যানিমেটেড কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বইটিতে ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, সত্তরের নির্বাচনসহ মহান মুক্তিযুদ্ধের প্রতিটি সোপানে বঙ্গবন্ধুর সচিত্র ইতিহাসের বর্ণনা রয়েছে।
বইটিতে টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালির জাতির পিতা হয়ে ওঠার ঘটনাগুলো চিত্রগল্পে সাজানো হয়েছে। বইটি প্রকাশ করেছে স্বাধিকা প্রকাশনী। এই বইয়ে সংযুক্ত কিউআর কোডগুলো স্ক্যান করলে সেই ঘটনার ভিডিও ও প্রামাণ্যচিত্র দেখা যাবে।
‘শিশুদের শেখ মুজিব’ গ্রন্থটি ছবি নিয়ে টুঙ্গিপাড়ায় আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রদর্শনীর আয়োজক জেলা প্রশাসন গোপালগঞ্জ এবং এ কে বজলুল রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশন।