X
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
১৩ অগ্রহায়ণ ১৪৩০

চট্টগ্রামে ব্র্যাক ড্রাইভিং স্কুলের নতুন শাখা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯

বাংলাদেশে সড়ক নিরাপত্তার উন্নয়ন এবং সড়কে দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে এবার চট্টগ্রামে চালু হলো ব্র্যাক ড্রাইভিং স্কুলের নতুন শাখা। সোমবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে নতুন এই যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ পাওয়া ৪০ জন চালকের হাতে পৃথক এক অনুষ্ঠানে সনদ তুলে দেওয়া হয়।

ব্র্যাকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্রাইভিং স্কুলের অন্যান্য শাখার মতো চট্টগ্রামের এ শাখা থেকেও গাড়িচালনা সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি পেশাদার ড্রাইভিং-এর ওপর আরো বিভিন্ন প্রশিক্ষণ নেয়া যাবে। অত্যাধুনিক ড্রাইভিং সিমুলেটর, ভিজ্যুয়াল ইম্পেয়ারমেন্ট সিস্টেম, সিটবেল্ট কনভিন্সার, পি-ড্রাইভ (ডিজিটাল ড্রাইভিং টেস্টিং সিস্টেম) ব্যবহার করে দক্ষ প্রশিক্ষকেরা এখানে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করে থাকেন। তাছাড়া নারীদের জন্য রয়েছে নারী প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণের বিশেষ সুবিধা।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের আওতায় ড্রাইভিং প্রশিক্ষণ, চালকদের জন্য সুরক্ষা প্রশিক্ষণ, লাইসেন্স পাওয়ার আগে চালকদের প্রশিক্ষণ যুক্ত করার একটি পাইলট স্কিমে ব্র্যাক আমাদেরকে সহায়তা করতে পারে।’ এ ছাড়া করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) মাধ্যমে চট্টগ্রামের সব ভারী যানবাহন চালককে ‘সুরক্ষা ড্রাইভিং প্রশিক্ষণ’ দিতে সহায়তার প্রস্তাব দেন তিনি।

এখন পর্যন্ত ২৫০ জন মৌলিক ড্রাইভিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং চলতি বছরের শেষ নাগাদ ব্র্যাক ড্রাইভিং স্কুল যশোর ও রাজবাড়ীতে ৬১০ জন প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই প্রকল্পের অধীনে ২০২৩ সালের আগস্ট মাস থেকে ব্র্যাক ড্রাইভিং স্কুল চট্টগ্রামে ড্রাইভিং প্রশিক্ষণ শুরু হয়েছে।

/ইউআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঋণের জামানত মূল্যায়ন করবে কেন্দ্রীয় ব্যাংকের গঠন করা প্যানেলভুক্ত প্রতিষ্ঠান
ঋণের জামানত মূল্যায়ন করবে কেন্দ্রীয় ব্যাংকের গঠন করা প্যানেলভুক্ত প্রতিষ্ঠান
ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান চরমোনাই পীরের
ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান চরমোনাই পীরের
মুন্সীগঞ্জ পৌরসভা মেয়রের পদত্যাগ, হবেন স্বতন্ত্র প্রার্থী
মুন্সীগঞ্জ পৌরসভা মেয়রের পদত্যাগ, হবেন স্বতন্ত্র প্রার্থী
ব্যাংকে নিরীক্ষার যোগ্য ৩১ ফার্মের তালিকা প্রকাশ
ব্যাংকে নিরীক্ষার যোগ্য ৩১ ফার্মের তালিকা প্রকাশ
সর্বাধিক পঠিত
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা
মনোনয়ন পেয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
মনোনয়ন পেয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা