X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ব্র্যাক ড্রাইভিং স্কুলের নতুন শাখা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯

বাংলাদেশে সড়ক নিরাপত্তার উন্নয়ন এবং সড়কে দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে এবার চট্টগ্রামে চালু হলো ব্র্যাক ড্রাইভিং স্কুলের নতুন শাখা। সোমবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে নতুন এই যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ পাওয়া ৪০ জন চালকের হাতে পৃথক এক অনুষ্ঠানে সনদ তুলে দেওয়া হয়।

ব্র্যাকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্রাইভিং স্কুলের অন্যান্য শাখার মতো চট্টগ্রামের এ শাখা থেকেও গাড়িচালনা সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি পেশাদার ড্রাইভিং-এর ওপর আরো বিভিন্ন প্রশিক্ষণ নেয়া যাবে। অত্যাধুনিক ড্রাইভিং সিমুলেটর, ভিজ্যুয়াল ইম্পেয়ারমেন্ট সিস্টেম, সিটবেল্ট কনভিন্সার, পি-ড্রাইভ (ডিজিটাল ড্রাইভিং টেস্টিং সিস্টেম) ব্যবহার করে দক্ষ প্রশিক্ষকেরা এখানে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করে থাকেন। তাছাড়া নারীদের জন্য রয়েছে নারী প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণের বিশেষ সুবিধা।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের আওতায় ড্রাইভিং প্রশিক্ষণ, চালকদের জন্য সুরক্ষা প্রশিক্ষণ, লাইসেন্স পাওয়ার আগে চালকদের প্রশিক্ষণ যুক্ত করার একটি পাইলট স্কিমে ব্র্যাক আমাদেরকে সহায়তা করতে পারে।’ এ ছাড়া করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) মাধ্যমে চট্টগ্রামের সব ভারী যানবাহন চালককে ‘সুরক্ষা ড্রাইভিং প্রশিক্ষণ’ দিতে সহায়তার প্রস্তাব দেন তিনি।

এখন পর্যন্ত ২৫০ জন মৌলিক ড্রাইভিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং চলতি বছরের শেষ নাগাদ ব্র্যাক ড্রাইভিং স্কুল যশোর ও রাজবাড়ীতে ৬১০ জন প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই প্রকল্পের অধীনে ২০২৩ সালের আগস্ট মাস থেকে ব্র্যাক ড্রাইভিং স্কুল চট্টগ্রামে ড্রাইভিং প্রশিক্ষণ শুরু হয়েছে।

/ইউআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ