বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে ‘আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স রোড শো’। চার দিনব্যাপী আয়োজিত এ রোডশো শুরু হয় গত ২৪ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক সিটির কুইন্স, জ্যামাইকা, ব্রঙ্কস ও ব্রুকলিন শহরে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাখা-উপশাখায় আইএফআইসি ব্যংকের মাধ্যমে দ্রুত সহজ ও নিরাপদ রেমিট্যান্স বিনিময়কে উৎসাহিত করতে এ রোডশোর আয়োজন করা হয়। প্রতিটি শোতে আমন্ত্রিত যুক্তরাষ্ট্র প্রবাসী ও অনাবাসি বাংলাদেশিদের সামনে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আইএফআইসি ব্যাংক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের এ আর এম নজমুস্ ছাকিব, কামরুন নাহার আহমেদ, মো. গোলাম মোস্তফা, সুধাংশু শেখর বিশ্বাস, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার অনুষ্ঠানগুলোতে বক্তব্য দেওয়াসহ প্রশ্ন-উত্তর পর্বে অংশ গ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে রোড এ আয়োজন।