আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বুধবার (২৯ মে) থেকে শুরু হয়েছে র্যাংগস ই-মার্টের ঈদ ক্যাম্পেইন ‘কোরবানির খুশি এমেজিংলি বেশি’। ক্যাম্পেইনের আওতায় ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অফার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাংগস ই-মার্টের ঈদ ক্যাম্পেইনের আওতায় র্যাংগস ই-মার্ট ইলেকট্রনিক পণ্য কিনলে থাকছে ফ্রি গিফট, সর্বোচ্চ ২৪ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, এক্সচেঞ্জ অফারসহ দুবাই ভ্রমণের সুযোগ। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করলে থাকছে বাড়তি ছাড়। এরমধ্যে ইস্টার্ন ব্যাংকের কার্ডে ১০ শতাংশ, ঢাকা ব্যাংক কার্ডে ১৫ শতাংশ এবং ব্যাংক এশিয়ার কার্ডে ৭ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে (শর্ত প্রযোজ্য)।
ক্যাম্পেইন সম্পর্কে র্যাংগস ই-মার্টের বিভাগীয় পরিচালক ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, ‘ঈদুল আজহার আনন্দ আরও বাড়াতে র্যাংগস ই-মার্ট ক্রেতাদের দিচ্ছে বিভিন্ন আকর্ষণীয় ডিল ও অফার। বিভিন্ন পুরস্কার দিয়ে ক্রেতাদের ঈদ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।’