X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সামাজিক ভাতা বিতরণের আহ্বান নগদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুন ২০২০, ২৩:৫৫আপডেট : ১৪ জুন ২০২০, ০১:১১

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সামাজিক ভাতা বিতরণের আহ্বান নগদের নতুন অর্থবছর থেকেই সামাজিক নিরাপত্তা খাতের ভাতা বাধ্যতামূলকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বিতরণের ঘোষণা দিতে সরকারের কাছে প্রস্তাব রেখেছে নগদ। এক্ষেত্রে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের এই আর্থিক লেনদেন সেবা।
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা মোট বাজেটের ১৬ দশমিক ৮৩ শতাংশ এবং মোট জিডিপি’র ৩ দশমিক ১ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৮১ হাজার ৮৬৫ কোটি টাকা। তার বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ‘নগদ’।
গত মাসে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ পরিবারকে ২৫০০ টাকা (প্রতি পরিবার) করে ঈদ উপহার দিয়েছেন। এর মধ্যে ‘নগদ’ সর্বোচ্চ ১৭ লাখ পরিবারের কাছে কোনও জটিলতা ছাড়াই প্রধানমন্ত্রীর টাকা পৌঁছে দিয়ে অনন্য নজির স্থাপন করেছে। বাংলাদেশ ডাক বিভাগের একটি উদ্যোগ সরকারি ভাতা বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সরকার গর্বিত। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বিষয়টি উল্লেখ করেছেন।
সরকারের ডিজিটালাইজেশন প্রক্রিয়ার অংশ হিসেবে আর্থিক খাতের ডিজিটালাইজেশন ও আর্থিক অন্তর্ভুক্তির কথা বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী। নগদ কর্তৃপক্ষ মনে করে, এদিক দিয়ে এমএফএস সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রীয় সেবাটি যেহেতু সর্বাধুনিক প্রযুক্তিতে কাজ করছে, তাই তাদের দাবি— ‘একমাত্র আমাদের পক্ষে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দ্রুত সঠিক মানুষের মোবাইল ফোনে থাকা অ্যাকাউন্টে সরকারি ভাতা বা অনুদান পৌঁছে দেওয়া সম্ভব।’

ইতোমধ্যে সরকার বেশকিছু খাতের অনুদান বা ভাতা বিতরণের ক্ষেত্রে এমএফএস সেবা গ্রহণ করেছে। সেসব ক্ষেত্রে ‘নগদ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুক বলেন, ‘স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুততার সঙ্গে সরকারি বরাদ্দ বা অনুদান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নগদ-ই এখন সরকারের প্রথম পছন্দ। এ বছরের শুরুতে সকল সরকারি ভাতা নগদ-এর মাধ্যমে বিতরণের জন্য অনুশাসন প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই নির্দেশনা অনুযায়ী একে একে সকল সরকারি সংস্থা কেবল নগদ-এর মাধ্যমে তাদের ভাতা বা অনুদান বরাদ্দ করছে। পুরো বিষয়টিতে সরকারি নিয়ন্ত্রণ ও নজরদারি থাকছে বলে মনে করি আমরা।’

আগামী দিনেও ‘নগদ’ একইভাবে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধনের জন্য কাজ করবে বলে আশাবাদী ‘নগদ’-এর এমডি। তার মন্তব্য, ‘সামাজিক নিরাপত্তা খাতের অনুদান এমএফএস-এর মাধ্যমে বিতরণ করা হলে সেটি একদিকে যেমন আর্থিক খাতের ডিজিটালাইজেশন নিশ্চিত করবে, একইসঙ্গে দেশের আর্থসামাজিক খাতে বড় অবদান রাখতে পারে সরকারের এই সিদ্ধান্ত।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী