X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

শিগগিরই মাঠে গড়াচ্ছে না ক্রিকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২০, ১৮:১৯আপডেট : ৩১ মে ২০২০, ১৮:২৭

শিগগিরই মাঠে গড়াচ্ছে না ক্রিকেট সরকার লকডাউন খুলে দিলেও খুব শিগগিরই মাঠে গড়াচ্ছে না ক্রিকেট। সম্প্রতি দেশে করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা দুটোই বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার ৪০ জন মৃত্যুবরণ করেছেন, নতুন প্রায় আড়াই হাজার মানুষ করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় মাঠে ক্রিকেট ফিরিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৭ মার্চ থেকে গৃহবন্দি হয়ে আছেন তামিম-মুশফিকরা। সরকার অঘোষিত লকডাউন তুলে দেওয়ার পর ধারণা করা হচ্ছিল ক্রিকেটারদের দীর্ঘদিনের অপেক্ষা দূর হবে। আবার তারা মাঠে নামবেন।  কিন্তু বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কথায় সেটি আর দ্রুতই ঘটছে না।

ক্রিকেটারদের জন্য শতভাগ সুরক্ষা নিশ্চিত না করে মাঠে ক্রিকেট ফেরানোর ঝুঁকি বিসিবি নিতে চায় না বলে জানিয়েছেন তিনি, ‘মাঠে ক্রিকেট ফেরানোর ভাবনাটা আমাদের আছে। কিন্তু আমরা এ অবস্থায় ঝুঁকি নিতে চাই না। প্রথমে আমরা অফিস প্রস্তুত করব, জীবানুনাশ করতে যা যা করা প্রয়োজন করবো, খেলোয়াড়দের অনুশীলন সুবিধা শতভাগ নিশ্চিত করতে যা যা করার সেগুলো করবো।’

সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই তাড়াহুড়ো করতে চাইছে না বাংলাদেশের ক্রিকেট প্রশাসন, ‘আমাদের আইসিসির এফটিপিতে অনেক ম্যাচ রয়েছে। ঘরোয়া ক্রিকেট মৌসুমের অর্ধেক প্রায় শেষ।  আমরা সুরক্ষা ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত করে আইসিসির প্রটোকল মেনে অনুশীলন করতে পারলে অবশ্যই ম্যাচ খেলার ব্যবস্থা করবো।  এখানে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। কোনও দুর্ঘটনা ঘটলে দায় তো ক্রিকেট বোর্ডের ঘাড়েই আসবে।’

করোনাজনিত এই সংকটকালে ক্রিকেটাররা আছেন উভয়সংকটে। জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের রুটি-রুজি ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ফলে খেলার অপেক্ষায় গৃহবন্দি হয়ে থাকা ক্রিকেটারদের করোনায় আক্রান্ত হওয়ার ভয়টাও আছে। সবমিলিয়ে এই ক্রিকেটাররাই আছেন সবচেয়ে বড় উদ্বেগের মধ্যে। রবিবার বিসিবির প্রধান নির্বাহীর এমন বক্তব্যের পর নিশ্চিতভাবেই বলা যায় খুব দ্রুতই ক্রিকেট মাঠে ফিরছে না। ফলে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের প্রতীক্ষা আরও দীর্ঘ হবে!

 

 

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থার জন্য জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থার জন্য জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ
শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার