X
শনিবার, ১৭ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

সিপিএল খেলা হচ্ছে না ৫ প্রোটিয়া ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২০, ১১:১৮আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:৩৫

ইমরান তাহিরের সিপিএল খেলতে যেতে বাধা নেই। করোনাকালের বিপদটা টের পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ৫ ক্রিকেটার। যথাসময়ে ভ্রমণের সব ব্যবস্থা নিশ্চিত করতে পারেননি বলে ক্যারিবিয়ানে সিপিএল খেলতে যাচ্ছেন না রাসি ফন ডার ডাসেন, তাবরাইজ শামসি, আইনরিখ নর্কিয়া, রাইলি রুশো ও কলিন ইনগ্রাম।

সিপিএল আয়োজকরাই চাচ্ছিলেন, খেলোয়াড়রা যেন ১ আগস্টের মধ্যেই ত্রিনিদাদে পৌঁছে যান। কারণ টুর্নামেন্ট শুরুর আগে ১৪ দিনের কোয়ারেন্টিনের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে ১৮ আগস্ট। সেজন্য লন্ডনে বিশেষ ভাড়া করা বিমানের ব্যবস্থাও রেখেছিল আয়োজকরা। যাতে ফ্লাইটজনিত কোনও ঝামেলায় না পড়তে হয়। কিন্তু প্রোটিয়াদের বেলায় ঝামেলা হয়েছে সেখানেই। আগে লন্ডন তো পৌঁছাতে হবে? করোনাকালে ফ্লাইট সংখ্যা কমে যাওয়ায় যথাসময়ে ভ্রমণের ব্যবস্থাও করা যাচ্ছে না। তার ওপর ভিসা প্রসেসিংসহ সরকারি অনুমতিরও প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে যুক্তরাজ্যে সময়মতো পৌঁছানোর ব্যবস্থা করতে পারতো না প্রোটিয়া ক্রিকেটাররা।

তবে অপর প্রোটিয়া তারকা তাহির এই ঝামেলা থেকে বেঁচে গেছেন। এতদিন তিনি আটকে ছিলেন পাকিস্তানে। পিএসএল খেলতে গিয়ে সেখানেই আটকে পড়েছিলেন। এখন পাকিস্তান ছাড়ার সুযোগ পাওয়ায় তার সিপিএল খেলতে যেতে কোনও ঝামলোয় পড়তে হচ্ছে না।

দক্ষিণ আফ্রিকায় করোনাকালে কঠোর বিধি নিষেধই আরোপ করা হয়েছে। সব প্রদেশের ও আন্তর্জাতিক সীমান্ত এখন বন্ধ। সংক্রমণ পরিস্থিতি উন্নতি হলেই সেপ্টেম্বরে সফরের বিধি নিষেধের কড়াকড়ি শিথিল করা হবে। তার মানে এই দাঁড়ালো আইপিএলেও প্রোটিয়া ক্রিকেটারদের অংশগ্রহণ নির্ভর করছে আনুষঙ্গিক বিষয়ের ওপর!

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কৃষককে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
কৃষককে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
রাজধানীর হাজারীবাগে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীর হাজারীবাগে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ