X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

কাতারি ঝড়ের সামনে থাকতে হবে সতর্ক!

তানজীম আহমেদ
০২ ডিসেম্বর ২০২০, ১৬:৫২আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৬:৫৯

 এমন প্রস্তুতি ম্যাচ নয়, কাতারে এবার আসল লড়াই নিজেদের মাঠে কাতার ভয়ঙ্কর দল। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তানকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নরা। ভারত তাদের মাটিতে তাদের সঙ্গে ড্র করে এসেছে বটে, তবে গোলকিপার গুরুপ্রিত সিংয়ের ওপর দিয়ে বয়ে গিয়েছিল ‘টর্নেডো’। অনুমিতভাবেই বাংলাদেশের বিপক্ষে আক্রমণের ঢেউ তুলে গোল বের করার চেষ্টা করবে কাতার। সেই ঝড় সামাল দেওয়ার উপায় খুঁজতে হবে জামাল ভূঁইয়াদের।

বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের পুরো ডিফেন্সিভ থার্ডের ওপর দিয়েই চাপটা বেশি যাবে। আগামী শুক্রবার ম্যাচের আগে বাংলাদেশ দল সেই প্রস্তুতি নিচ্ছে ভারপ্রাপ্ত কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের অধীনে। লাল-সবুজ জার্সিধারীরা স্বাগতিক কাতারকে কীভাবে আটকানো যায় সেই কৌশলই অনুশীলনে রপ্ত করে যাচ্ছে। ঢাকায় গত বছর অক্টোবরে নিজেদের বৃষ্টিসিক্ত মাঠে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে গোল করার সুযোগ পেয়েও তা কাজে লাগানো যায়নি।  এবার বৃষ্টি নেই। মাঠও স্বাগতিকদের অনুকূলে। দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামের মসৃন মাঠে কাতারের আক্রমণ রোখাটা বেশ কঠিনই হবে।

ঢাকায় প্রথম লেগে ম্যাচের ২৮ মিনিটের সময় বক্সে অরক্ষিত থাকা ইউসুফ আব্দুরিসাগের শটে পরাস্ত হয়েছিলেন গোলকিপার আশরাফুল ইসলাম রানা। দ্বিতীয়ার্ধের শেষ সময়ে বক্সে জটলা থেকে করিম বৌদিফ ব্যবধান দ্বিগুণ করেছিলেন। এবার রানাকে আরও বেশি পরীক্ষা দিতে হবে। তবে শেখ রাসেলের গোলকিপার পরীক্ষার সামনে দাঁড়াতে প্রস্তুত। বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘ডিফেন্স থেকে শুরু করে আমার জায়গা পর্যন্ত কোনো গ্যাপ রাখা যাবে না। ওদের সুযোগ দিলেই ভয়ঙ্কর পরিণতি হবে। ওরা ৩-৪-৩ ছকে খেলে থাকে। দেখা যায় একপর্যায়ে সাতজন খেলোয়াড় আক্রমণে চলে আসবে। তাই শেষ মিনিট পর্যন্ত সাবধানে থাকতে হবে। লড়াই চালিয়ে যেতে হবে। তাহলে হয়তো ভালো কিছু হবে। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে ইতিবাচক ফল সম্ভব।’

 কাতার যে আক্রমণের ঝড় বইয়ে দেবে, সেই অনুমান এই অভিজ্ঞ গোলকিপারও করতে পারছেন,‘ওরা সবদিক দিয়ে অনেক এগিয়ে আছে। বুঝতে পারছি যে আক্রমণের ঝড় তুলবে তারা। কিন্তু প্রতিকূলতা মেনেই লড়াই করতে হবে। এছাড়া তো কিছুই করার নেই।’

ঢাকার ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ চোটের কারণে খেলতে পারেননি। এবার রক্ষণে তার ওপর দলের ভরসা একটু বেশিই। তপুও বলছেন, ‘ওদের আমাদের হাফে বিশেষ করে ডি-বক্সে কোনও জায়গা দেওয়া যাবে না। গোলকিপার থেকে ডিফেন্ডারসহ সবাইকে বেশ সতর্ক থাকতে হবে। মিডফিল্ডারদেরও ভালো ভূমিকা রাখতে হবে। ওরা এমনিতে সবদিক দিয়ে এগিয়ে আছে। চেষ্টা করবে লক্ষ্যভেদ করার। কিন্তু আমরা তা হতে দেবো না।’

প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছে কাতার। সেই ম্যাচ দেখেছেন তপুসহ অন্যরা। তাই কীভাবে ওদের আটকাবেন, কৌশলও ঠিক করে ফেলেছেন। তার কথায়,‘ওদের ৭,১০,১৯ ও ১২ জার্সিধারী বেশ ভালো খেলোয়াড়। যেকোনও সময় ম্যাচের মোড় ঘুড়িয়ে দিতে পারে। ওরা যখন আক্রমণে আসবে আমাদের তখনই তা নস্যাৎ করে দিতে হবে। কোনও সুযোগ দেওয়া যাবে না। আর বিপজ্জনক জায়গায় ফাউলও করা যাবে না। গোলের জন্য দেখা যাবে যে ওরা তাড়াহুড়ো করবে। তখন সুযোগ পেলেই প্রতি আক্রমণে উঠে আমাদের কিছু করার চেষ্টা করতে হবে।’

ইতিবাচক ফল করতে  উন্মুখ বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডারও, ‘আমি চোটের কারণে ঢাকার ম্যাচে খেলতে পারিনি। তবে খেলা দেখেছি। আমি মনে করি সবাই মিলে চেষ্টা করলে ইতিবাচক ফল আসতে পারে। আর এটা কঠিন হলেও তা মাঠে পারফর্ম করে দেখাতে হবে। আক্রমণের ঝড় তো আসবেই। তা কঠিনভাবে মোকাবেলা করতে হবে।’

২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশের বিপক্ষে তাহলে অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে প্রত্যাশার পেছনে আছে ভয়-শঙ্কাও।

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন