X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শহীদ চান্দু স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলবে কবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৬

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ ২০০৬ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। বগুড়াবাসী ভুলেই গেছে, উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে! ১৫ বছর ধরে জ্বলে না এর ফ্লাডলাইট। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ টাইগার্সের যাত্রা শুরুর দিনে আলোচনায় ফের এই স্টেডিয়াম। 

ঠিক কী কারণে এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ গড়াচ্ছে না এর সুস্পষ্ট উত্তর নেই সংশ্লিষ্টদের কাছে। শনিবার প্রথম দিন ক্যাম্প পরিদর্শনে এসে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। মূলত সুযোগ-সুবিধার অভাবের কারণেই বগুড়ায় কোনও আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে না বলে দাবি তার, ‘আপনারা জানেন, আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে হলে কিছু ব্যাপার আছে। আইসিসির একটা নিয়ম আছে। তাদের কিছু নীতি আছে। বিশেষ করে অভ্যন্তরীণ নিরাপত্তা, লজিস্টিকের সুযোগ-সুবিধা, হোটেল, বিমানবন্দর এবং এসবের সঙ্গে যুক্ত আরও নানান সুযোগ-সুবিধা থাকতে হবে। আন্তর্জাতিক আর বিপিএল প্রায় একইরকম। এটা একটু চ্যালেঞ্জিং, সেদিক বিবেচনায় একটু সময় তো লাগবে।’

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবি কর্তারা

২০০৬ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় এই স্টেডিয়ামে। এখানে পাঁচটি ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে চারটিতে। ওয়ানডে ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট হয়েছে বগুড়ায়।

শনিবার বগুড়ায় শুরু হওয়া বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প চলবে ৭ মার্চ পর্যন্ত। ক্যাম্পের জন্য যতটা প্রস্তুতি নেওয়া প্রয়োজন ততটা ক্রিকেট বোর্ড নিয়েছে, ‘আপনারা জানেন, স্টেডিয়াম কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ বা ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। সেখানে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখানে যেসব কাজ আগে করার দরকার ছিল, বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামটি চালুর জন্য আমরা সেগুলোই করেছি। আশা রাখি, আমরা মন্ত্রণালয় কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কথা বলে পর্যায়ক্রমে কাজগুলো করতে পারবো।’

/আরআই/জেএইচ/
সম্পর্কিত
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
চলতি অর্থবছরে বিসিবির নিট আয় ৩৯ কোটি
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন