X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতকে হারিয়ে ‘প্রতিশোধ’ নিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২২, ০০:১৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৮

আরও একটি মহারণ ভারত-পাকিস্তান লড়াই। আবারও উত্তেজনা আর রোমাঞ্চ। শেষ ওভারে রোমাঞ্চকর সেই ম্যাচে শেষ হাসি হাসলো পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্যালারির দর্শকরা প্রাণভরে উপভোগ করলো দুই দলের জমজমাট লড়াই।

এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও সুপার ফোরে ভারতকে সেই সুযোগ দেয়নি বাবর আজমের দল। ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজের ব্যাটে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।

রাজনৈতিক উত্তেজনায় এমনিতেই রাজনৈতিক বৈরিতায় দ্বিপক্ষীয় কোনও সিরিজ দুই দল খেলতে পারে না। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত দল দুটি দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে মাত্র ২ বার। আর ৮ বার লড়াই হয়েছে বিশ্বকাপ-এশিয়া কাপের মঞ্চে। টি-টোয়েন্টি সংস্করণেও ১০ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সবখানেই আধিপত্য ভারতের।

আজকের ম্যাচের আগে ৮-২ ব্যবধানে এগিয়ে ছিল রোহিত শর্মার দল। এদিকে আজকের ম্যাচ জিতে সামান্য হলেও ব্যবধান কমাতে পেরেছে পাকিস্তান।

১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ১২ রানে ফিরে যান বাবর আজম (১৪)। ফখর জামানও বেশিক্ষণ ঠিকতে পারেননি। ১৮ বলে ১৫ রান করে আউট হন পাকিস্তানের এই ব্যাটার। এরপর মোহাম্মদ রিজওয়ান ও নওয়াজ মিলে তৃতীয় উইকেটে ৭৩ রানের দুর্দান্ত জুটি গড়েন। ২০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪২ রানের টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফেরেন নওয়াজ।

অন্য প্রান্তে থাকা রিজওয়ান তখন আক্রমণাত্মক মেজাজে। জয় থেকে ৩৫ রান দূরে থাকতে হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবকে ক্যাচ দিয়ে বিদায় নেন রিজওয়ান। আউট হওয়ার আগে খেলেন ৫১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭১ রানের ইনিংস।

সহজ পথটা তারপরও কঠিন করে ফেলেছিল পাকিস্তান। শূন্য রানে রবি বিষ্ণোই আসিফ আলীর ক্যাচটা না ফেলে দিলে ম্যাচটা ভারতেরই থাকতো। শূন্য রানে জীবন পাওয়া আসিফ আলী ৮ বলে ১৬ রান করেন। এই ১৬ রানই মূলত পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচের ফল নির্ধারণে। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রানের। প্রথম তিন বলে ৫ রান নিয়ে ম্যাচ জয়ের কাছেই চলে যায় পাকিস্তান। পরের দুই বলে কোনও রান না তুলেই আসিফ আলীকে হারায় পাকিস্তান। শেষ ২ বলে প্রয়োজন হয় ২ রান। ১ বল হাতে রেখেই ইফতেখার আহমেদ ডাবলস নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ভারত শুরুটা দারুণ করে। দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ ওভারেই ৫৪ রান তুলে ফেলে ভারত। হারিস রউফের বলে খুশদিল শাহর দুর্দান্ত ক্যাচে রোহিত শর্মা সাজঘরে ফেরেন (২৮)। ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান ভারতের অধিনায়ক। সঙ্গীকে হারিয়ে ৮ রান যোগ করতেই ফেরেন রাহুলও। শাদাব খান লেগস্পিনে ২০ বলে ১ চার ও ২ ছক্কায় ২৮ রান করে আউট হন রাহুল।

১০.৪ ওভারেই ১০০ রান তুলে নিয়েছিল ভারত। তারপরও ভারতের স্কোরবোর্ড যথেষ্ট বড় হয়নি। শেষ ৫৬ বলে তারা তুলতে পেরেছে ৮১ রান। এর মধ্যে হারিস রউফের করা শেষ ওভারে ফাখর জামান দুটি বাউন্ডারি বানিয়ে দেন মিস ফিল্ডিংয়ে। নয়তো আরও অল্প রানেই আটকে যেত ভারত। তারপরও বিরাট কোহলির ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে রোহিত শর্মার দল।

এশিয়া কাপ শুরুর আগে কোহলির ফর্ম নিয়ে আলোচনা হচ্ছিল। এমনকি একাদশে জায়গা নিয়েও প্রশ্ন উঠছিল।

গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ৩৪ বলে ৩৫ করে সমালোচিত হয়েছিলেন কোহলি। হংকংয়ের বিপক্ষেই ফেরেন স্বরূপে—৪৪ বলে অপরাজিত ৫৯। আজ খেললেন ৪৪ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস। তার এই ইনিংসের ওপর ভর করেই ভারত ১৮১ রান সংগ্রহ করে। 

পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাদাব খান। ৩১ রানে তার শিকার ২ উইকেট।

/আরআই/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা