X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে মাশরাফির তুলনীয় কেউ নেই: মোহাম্মদ আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৩

মাশরাফির হাতে যেন জাদু আছে। তার ছোয়াঁতেই ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ শক্তিশালী দল হয়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় এই ফরম্যাটে বাংলাদেশের পতাকা পত পত করে উড়ছে। শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেটেও তার ছোঁয়া মানেই যেন বিশেষ কিছু, অবিশ্বাস্য সাফল্য! এই যেমন বিপিএলের আট আসরের চারটির শিরোপাই ছুঁয়ে দেখেছেন মাশরাফি। যে সিলেট কোনও আসরেই সাফল্য দেখেনি, সেই তারাই মাশরাফির ছোঁয়াতে সবার আগে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। স্বাভাবিকভাবেই এমন সতীর্থকে নিয়ে রোমাঞ্চকর অনুভূতি প্রকাশ করলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।

বিপিএলে সিলেটকে এক সুতোয় বেঁধে ক্রিকেটারদের কাছ থেকে পারফরম্যান্স বের করে এনেছেন। তরুণ ক্রিকেটাররা মাশরাফির নেতৃত্ব দেখিয়েছে কীভাবে লড়াই করতে হয়। এসব কিছুতে দারুণ মুগ্ধ মোহাম্মদ আমির। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘তিনি (মাশরাফি) কিংবদন্তি। একটি শব্দই বলা যায়, তিনি কিংবদন্তি। এখানে, বাংলাদেশে আমার মনে হয় মাশরাফির তুলনীয় কেউ নেই।’

গ্রুপ পর্বের দশ ম্যাচ খেলেই পাকিস্তানে ফিরে গিয়েছিলেন আমির। পাকিস্তানের দুই ক্রিকেটারের সঙ্গে অধিনায়ক মাশরাফি ছিলেন না ওই ম্যাচে। ফলে মুশফিকের নেতৃত্বে ১১তম ম্যাচ হারের পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে ইমাদ ওয়াসিমের সঙ্গে উড়িয়ে আনা হয় মোহাম্মদ আমিরকেও। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব বিস্তার করা পারফরম্যান্স করেছেন দুই ক্রিকেটার। এদিন খুলনা টাইগার্সকে উড়িয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করে সিলেট স্ট্রাইকার্স।

তবে এই পথটা যে এতটা সহজ ছিল না সেটি যাওয়ার আগে জানিয়ে গেছেন তিনি, ‘সত্যি বলতে, আমরা অনেক কষ্ট করেছি পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছাতে। তবে খেলাটা ক্রিকেট। অন্যান্য দিকেও মনোযোগ দিতে হবে আমাদের। স্ট্রাইকার্সের প্রতি আমাদের সমর্থন রয়ে যাবে এবং আশা করি আমরা ফাইনাল জিতবো।’

আমির আরও যোগ করে বলেছেন, ‘আমাদের ব্যাকআপ আছে ভালো, বিকল্প ক্রিকেটার আছে ভালো কিছু। আশা করি তারা ভালো করবে।’

সিলেটের হয়ে তরুণ দুই ক্রিকেটার দারুণ পারফরম্যান্স করেছেন। তৌহিদ হৃদয় ৩৭৮ রান নিয়ে শীর্ষ রান সংগ্রাহক। ইনজুরির কারণে দুটি ম্যাচ মিস না করলেও নামের সঙ্গে আরও কিছু রান যোগ হতে পারতো। এছাড়া তরুণ পেসার রেজাউর রহমান রাজা ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে যৌথভাবে তিন নম্বরে আছেন। এই দুই তরুণের পারফরম্যান্সে মুগ্ধ আমির বলেছেন, ‘রাজা, হৃদয় খুবই ভালো। রাজা খুবই ভালো। সে বেশ গতিময় এবং দ্রুত শিখছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য ওরা খুব ভালো হবে। তারা যদি কঠোর পরিশ্রম চালিয়ে যায়, আমার মনে হয় ওরা আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবে।’

/আরআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
তামিমকে নিয়ে মাশরাফির পোস্ট, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি’
সাকিব-মুশফিকদের হৃদয় জুড়ে মাহমুদউল্লাহ
মুশফিকের অবসরে মাশরাফি-তাসকিনদের আবেগঘন পোস্ট
সর্বশেষ খবর
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি