ইরাকের বাগদাদে চলমান এশিয়া কাপ স্টেজ-১ (ওয়ার্ল্ড র্যাঙ্কিং) আর্চারির দ্বিতীয় দিনে আজ দুটি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুটি সোনা জয়ের লক্ষ্য নিয়ে ২৫ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত।
দুই ফাইনালের একটিতে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আবদুর রহমানকে নিয়ে গড়া বাংলাদেশ সেমিফাইনালে ৫-১ সেটে সহজেই হারায় উজবেকিস্তানকে। এর আগে এলিমিনেশন রাউন্ডে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বাই পেয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।
অন্য ফাইনালে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী জুটি সেমিফাইনালে ৫-৩ সেটে হারায় উজবেকিস্তানকে। এর আগে বাংলাদেশের আর্চাররা শেষ আটে জেতে পাকিস্তানের বিপক্ষে। প্রথম পর্যায়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ৪-৪ সেটে ড্র হয় দুই দলের লড়াই। পরে দুই দলের আর্চাররা ১টি করে তির ছোড়েন। সেখানে টাইব্রেকে বাংলাদেশের স্কোর ১৭, পাকিস্তানের ১৫।
অন্যদিকে হারও দেখেছ বাংলাদেশ। দুটি ইভেন্টের সেমিফাইনালে হেরে গেছে। দিয়া সিদ্দিকী, সীমা আক্তার ও ফামিদা সুলতানাকে নিয়ে গড়া বাংলাদেশ সেমিফাইনালে ৩-৫ সেটে উজবেকিস্তানের কাছে হেরেছে।
রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ ২৫ ফেব্রুয়ারি ব্রোঞ্জের লড়াইয়ে স্বাগতিক ইরাকের বিপক্ষে নামবে।
কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে তপু রায় ও মেঘলা রানী কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালে বাংলাদেশ ১৪৬-১৫৭ স্কোরে ভারতের কাছে হেরেছে। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলবে ইরাকের সঙ্গে।