X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

খেলায় ফিরছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১২

আওয়ামী সরকারের সংসদ সদস্য ছিলেন মাশরাফি বিন মর্তুজা। ৫ আগস্ট সরকার পতনের পর চলে যায় মাশরাফির সংসদ সদস্য পদ। ওইদিনই তার বাড়িতে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। তার আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার নীরব ভূমিকায় প্রচুর সমালোচনাও হচ্ছিল। সব কিছু পেছনে ফেলে মাশরাফি ক্রিকেটে ফিরছেন।

আব্দুর রাজ্জাকের পর মাশরাফি বিন মর্তুজাও যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে সুযোগ পেয়েছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ককে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস। মাশরাফির মতো রাজ্জাকও একই দলের হয়ে খেলছেন। এই টুর্নামেন্টে খেলার মধ্য দিয়ে মাশরাফি লম্বা সময় পর খেলায় ফিরছেন। ডেট্রয়েট ফ্যালকনস মাশরাফিকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

আব্দুর রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিয়েছে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ডেট্রয়েট ফ্যালকনস। অন্যদিকে মাশরাফি দল পেলেন নিলামের মাধ্যমে। এই দলটিতে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।

এই টুর্নামেন্টের মধ্য দিয়ে বিরতি ভাঙছেন মাশরাফি। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন গত এপ্রিলে। এরপর লম্বা সময় কেটে গেলেও ব্যাট-বল ছোঁয়া হয়নি তার। বিরতি দিয়ে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টে ফিরছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ঘরোয়া ক্রিকেট নিয়মিতই খেলছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। চলতি মৌসুমে বিপিএলেও অংশ নেওয়ার কথা রয়েছে মাশরাফির। ফলে বিপিএলের আগে যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টটি তার জন্য প্রস্তুতির মঞ্চ হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্স টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ৮ নভেম্বর। ডেট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউইয়র্ক ওয়ারিয়র্স, আটলান্টা রাইডার্স অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্ট। শেষ হবে ১৭ নভেম্বর।

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
সীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের