X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

গেট ডিঙিয়ে মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গণে টিকিট বঞ্চিতরা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৩

মিরপুর স্টেডিয়ামের গেট ডিঙিয়ে ভেতরে ঢোকার চেষ্টা বিপিএল ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৭টায়। তবে ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লড়াই উপভোগ করতে শুক্রবার সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড় মিরপুরে। এক পর্যায়ে শেরেবাংলা স্টেডিয়ামের গেট ডিঙিয়ে স্টেডিয়াম প্রাঙ্গণে  ঢুকে পড়েন টিকিট বঞ্চিতরা। প্রায় ১৫ মিনিট সেখানে ছিলেন তারা।

শুক্রবার সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হয় টিকিট বিক্রি। কিন্তু টিকিটের চেয়ে টিকিট প্রত্যাশীর সংখ্যা ছিল অনেক বেশি। ঘটনার সূত্রপাত বেলা সাড়ে ১২টার দিকে। ভিআইপি গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে প্রায় ৫০০ জন ঢুকে পড়েন স্টেডিয়াম প্রাঙ্গণে।

রাজীব নামে এক টিকিট প্রত্যাশী বলেন, ‘কালোবাজারে অনেক টিকিট বিক্রি হচ্ছে। ৪০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। এত দাম দিয়ে টিকিট কিনে খেলা দেখা কীভাবে সম্ভব? বিসিবি-পুলিশ জেনেও এ ব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছেন না।’

স্টেডিয়াম প্রাঙ্গণে টিকিট প্রত্যাশীদের ভিড় একসময় ‘টিকিট চাই টিকিট চাই’, ‘দালালের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘টিকিট নিয়ে দুর্নীতি, চলবে না চলবে না’ স্লোগান দিয়ে মিছিল করতে করতে মূল কার্যালয়ের দিকে এগোতে থাকেন টিকিট প্রত্যাশীরা। পুলিশ, আনসার ও ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বাহিনীর তৎপরতায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি অবশ্য। পুলিশ পরিদর্শক দুলাল জানিয়েছেন, ‘টিকিটের জন্য তারা মারমুখি হয়ে উঠেছিল। আমরা তাদের বুঝিয়ে গেটের বাইরে পাঠিয়ে দিয়েছি। আর কোনও সমস্যা নেই।’

একে বিপিএলের ফাইনাল, তার ওপরে সাপ্তাহিক ছুটির দিন। মিরপুরে তাই টিকিট প্রত্যাশীদের একটু বেশিই ভিড় শুক্রবারে।

ছবি: কাইয়ুম আল রনি 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে চোখ রেখে শ্রীলঙ্কা সিরিজে খেলবে বাংলাদেশ
বিশ্বকাপে চোখ রেখে শ্রীলঙ্কা সিরিজে খেলবে বাংলাদেশ
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল