X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘আপাতত মাশরাফির ফিটনেস টেস্টের প্রয়োজন নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ২১:৫৫আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২২:০০

কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে জিমে মাশরাফি আগামী বছরের মে মাসের আগে বাংলাদেশের কোনও ওয়ানডে ম্যাচ নেই। তবু সোমবার শুরু হওয়া ৩৫ জনের কন্ডিশনিং ক্যাম্পে রাখা হয়েছে মাশরাফি মুর্তজাকে। সেপ্টেম্বরে আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিতেই এই ক্যাম্প। শুধু ওয়ানডে খেললেও ফিটনেস ঠিক রাখতে ক্যাম্পে সুযোগ পেয়েছেন মাশরাফি। যদিও জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের মতে, বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের এখনই ফিটনেস টেস্ট দেওয়ার প্রয়োজন নেই।

মিরপুর ক্রিকেট একাডেমিতে প্রথম দিনের অনুশীলন শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আগামী বছরের আগে আমাদের ওয়ানডে নেই। তাই আপাতত মাশরাফির ফিটনেস টেস্ট দেওয়ার কোনও কারণ নেই। বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেটে ফেরার আগে তার ফিটনেস টেস্টের প্রয়োজন পড়বে।’

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি মাশরাফি। এখন অবশ্য তিনি সুস্থ। মাশরাফিকে ক্যাম্পে রাখার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু‌র বক্তব্য, ‘মাশরাফির ইনজুরি নিয়ে আমরা ফিজিওর কাছ থেকে কোনও আপডেট পাইনি। ফিটনেস দেখার জন্যই ওকে ক্যাম্পে ডাকা হয়েছে।’

বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরে বাজে ফিল্ডিং ভীষণ ভুগিয়েছে বাংলাদেশকে। ভিল্লাভারায়েন অবশ্য দুর্বল ফিল্ডিংয়ের জন্য ফিটনেসকে দায়ী করতে রাজি নন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের ক্যাচ মিসের কারণ ফিটনেস নয়। অন্য কোনও কারণ থাকতে পারে। ফিটনেসের কারণে ফিল্ডিং খারাপ হয়েছে এটা আমি বিশ্বাস করি না।’

বিশ্বকাপ থেকে মাহমুদউল্লাহ এবং মোহাম্মদ সাইফউদ্দিনের ইনজুরি সমস্যা। সাইফ তো শ্রীলঙ্কা সফরে যেতেই পারেননি। জাতীয় দলের ট্রেনার অবশ্য দুই ‍গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে ইতিবাচক কথা শোনালেন, ‘মাহমুদউল্লাহ আর সাইফ এখন অনেকটাই সুস্থ। তাদের ফিটনেস লেভেলও ভালো। তবে দুজনের ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেসিপি: চার স্বাদে কাঁঠালের বিচি ভর্তা
রেসিপি: চার স্বাদে কাঁঠালের বিচি ভর্তা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারীরা, দাবি না মানলে সারা দেশে অবরোধ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারীরা, দাবি না মানলে সারা দেশে অবরোধ
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি
এটিসি কন্ট্রোলার জাহিদুল ইসলামকে বেবিচকের সম্মাননা
এটিসি কন্ট্রোলার জাহিদুল ইসলামকে বেবিচকের সম্মাননা
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি