X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিপ্লবের আক্রমণাত্মক মনোভাবে মুগ্ধ মাহমুদউল্লাহ

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৫

আমিনুল ইসলাম বিপ্লব বয়সভিত্তিক ক্রিকেটে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেললেও জাতীয় দলে লেগস্পিনার হিসেবে আমিনুল ইসলাম বিপ্লবের জায়গা পাওয়া ছিল আলোচিত। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে সেই পরীক্ষায় বেশ ভালোভাবে উতরে গেলেন তিনি। ম্যাচসেরা পারফর্মার মাহমুদউল্লাহর কাছে প্রশংসিত হলেন ১৯ বছর বয়সী এই নতুন স্পিনার।

প্রথম ওভারে বল হাতে নিয়েই উইকেট পান বিপ্লব। টার্নেও ছিল বৈচিত্র্য। বেশ কয়েকটি গুগলি সমস্যায় ফেলেছিল ব্যাটসম্যানদের। সব মিলিয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি খারাপ যায়নি তার। ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। তাছাড়া তার শারীরিক ভাষা ও সাহসিকতা মুগ্ধ করেছে মাহমুদউল্লাহকে।

ম্যাচ শেষে এই নতুন লেগস্পিনারকে প্রশংসায় ভাসালেন ৪১ বলে ৬২ রান করা এই ডানহাতি ব্যাটসম্যান, ‘আজ (বুধবার) আমি মনে মনে চেয়েছিলাম, বিপ্লব যেন খুব ভালো করে। আমি তার খেলা আগে না দেখলেও বুঝতে পারছিলাম, ওর মধ্যে কিছু একটা আছে। আমি সাকিবের সঙ্গে কথা বলছিলাম। যে উৎসাহ নিয়ে সে (বিপ্লব) বল করেছে, সেটা এক কথায় অসাধারণ। তার বোলিং দেখে মনে হচ্ছিল সে খুব আক্রমণাত্মক। ওর ফিল্ডিং, ওর শারীরিক ভাষাতেও ছিল আগ্রাসী ভাব। এটা টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি প্রয়োজন। ওর ব্যাটিং সামর্থ্যও ভালো। ইনশাল্লাহ যেভাবে শুরু করেছে, সেটা ধরে রাখলে বাংলাদেশের জন্য আরও সাফল্য এনে দিতে পারবে সে।’

মাঠে নামার আগে বিপ্লবকে মন খুলে খেলার পরামর্শ দেন মাহমুদউল্লাহ, “মাঠে নামার আগে বিপ্লবকে বলেছিলাম, ‘তোমার আন্তর্জাতিক প্রথম ম্যাচ, সবাই কম বেশি চাপে থাকে। যাই কিছু করো, বুকে সাহস নিয়ে করবে। ভয় নিয়ে কিছু করে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা যায় না। মন খুলে ক্রিকেট খেলবে।’ আমার মনে হয় সে এটা অনুভব করেছে। যেভাবে বলেছি সেভাবেই খেলেছে, কোনও ভয় পায়নি।’

বাংলাদেশের সংস্কৃতিতে লেগ স্পিনার খুব একটা পাওয়া যায় না। কালেভদ্রে কয়েকজন এলেও তারা ধারাবাহিক হতে পারেননি। যেমন- জুবায়ের হোসেন লিখন ও তানভীর হায়দার। লেগস্পিনাররা মাঝে মাঝে খরুচে বোলিং করলেও সাফল্য এনে দিতে তাদের ভূমিকা অনেক। এই অবস্থায় বিপ্লব নিজের জায়গা ধরে রাখতে পারবেন কিনা প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেছেন, ‘লিখন যখন শুরু করেছিল, আমার কাছে দুর্দান্ত মনে হয়েছিল। ওর গুগলি বোঝা খুব কঠিন ছিল। হয়তো ওর ফর্মে কিছু ওলট-পালট হয়েছিল। তবে এই ছেলেকে (বিপ্লব) আমার কাছে অনেক প্রতিভাবান মনে হয়েছে। সবাই তাকে উৎসাহ দিয়েছে। আমার মনে হয় তার ভবিষ্যৎ উজ্জ্বল। দুজনের সঙ্গে তুলনা করা উচিত হবে না।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে