X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘সাকিব খেলতে পারবে না, আমরা শকড’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ২০:৩৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২২:২২

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান ও সাকিব সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবর আইসিসি জানালো মঙ্গলবার সন্ধ্যায়। দুই বছরের নিষেধাজ্ঞার ব্যাপারে কথা বলতে বেশি দেরি করলেন না বাংলাদেশের টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক। রাত সোয়া ৮টার দিকে বিসিবি কার্যালয়ে কথা বললেন তিনি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও বিবৃতি দিলেন। জানালেন তিনি এই খবরে কতটা মর্মাহত।

আইসিসির কাছে দেওয়া বিবৃতি সাকিব পড়ে শোনালেন, ‘ভালোবাসার ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় আমি সত্যিই দুঃখিত। কিন্তু ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার কথা গোপন করার শাস্তি আমি মেনে নিয়েছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে খেলোয়াড়দের ওপর নির্ভরশীল আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। কিন্তু কঠিন পরিস্থিতিতে নিজের দায়িত্ব আমি পালন করতে পারিনি।’

এই বাঁহাতি অলরাউন্ডার বলেন, ‘বিশ্বের অধিকাংশ খেলোয়াড় ও ভক্তদের মতো আমিও চাই খেলা দুর্নীতিমুক্ত থাকুক এবং আমি আইসিসির এসিইউর সঙ্গে শিক্ষা কর্মসূচিতে কাজ করতে চাই এবং নিশ্চিত করতে চাই যেন আমার মতো কোনও তরুণ খেলোয়াড় ভুল না করে।’

সব শেষে সাকিব বলেছেন, ‘ক্রিকেটাঙ্গনে আমি দর্শক-সমর্থকদের যেভাবে পাশে পেয়েছি, আপনারা যেভাবে শুরু থেকে আমাকে সমর্থন দিয়ে গেছেন সেভাবে পাশে থাকুন- এটাই চাই।’

নাজমুল হাসান জানালেন, তিনি সাকিবের পাশে আছেন এবং থাকবেন। তিনি বলেছেন, ‘(সাকিবের নিষেধাজ্ঞার খবরে) আমরা অবশ্যই শকড, এটা অত্যন্ত শকিং। শকড হওয়ার মতো এর চেয়ে বড় খবর আর নেই।’

এই সময়ে সাকিবের শূন্যতা পূরণ হওয়ার মতো নয় জানালেন বোর্ড প্রধান, ‘আমি অনেকবার বলেছি, দুজন খেলোয়াড়ের বিকল্প আমাদের নেই। একজন মাশরাফি, আরেকজন সাকিব। তাদের বিকল্প কাউকে পাবো কিনা জানি না। সে খেলতে পারছে না, এতেই আমরা শকড।’

ভারত সফরে সাকিবকে না পাওয়া একটা বড় ধাক্কা স্বীকার করলেন নাজমুল হাসান, ‘ভারতে প্রথম সিরিজ খেলতে যাচ্ছি আমরা, সব পরিকল্পনা সাকিবকে নিয়েই করা হয়েছিল।’ তিনি যোগ করেছেন, ‘এখন রাগ হচ্ছে যে কেন জানালো না (প্রস্তাব পাওয়া)। রাগটা এতক্ষণ প্রকাশ করিনি, তাকে সামনে পেয়ে বলেছি।’

তবে সাকিবের ওপর খুশি তিনি, কারণটা ব্যাখ্যা করলেন বোর্ড প্রেসিডেন্ট, ‘সবাইকে বলতে চাই, আমি খুশি যে সাকিব স্বীকার করেছে। অবশ্য খুশি হওয়ার সবচেয়ে বড় কারণ দুর্নীতি বিরোধী ইউনিটকে পুরোপুরি সহযোগিতা করেছে সে।’

দুর্নীতি বিরোধী ইউনিট যে সাকিবকে ডেকেছে সেটাও জানতেন না তিনি, ‘আমরা কিছুই জানি না। তারা (দুর্নীতি বিরোধী ইউনিট) একেবারে আলাদা। শুধু সাকিবের সঙ্গেই ওরা দেখা করেছে। আমরা শুধু রেজাল্ট জানতে পেরেছি। দুই তিন দিন আগে ধর্মঘটের পর সাকিবই প্রথম বললো।’ 

এই দুঃসময়ে সাকিবের পাশে থাকতে চান নাজমুল হাসান, ‘আমি মনে করি, সবাইকে সাকিবের পাশে থাকা উচিত। ওর ভেঙে পড়ার কোনও কারণ নেই। সবসময় বিসিবি পাশে থাকবে। আরও শক্তিশালী ও বুদ্ধিদ্বীপ্ত ক্রিকেটার হিসেবে সে খুব শিগগিরই ক্রিকেটে ফিরবে আশা করি। আমরা আশাবাদী, নিষেধাজ্ঞা শেষে ফিরে বাংলাদেশের ক্রিকেটকে আরও ওপরে নিয়ে যাবে। আইসিসির এই সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে তাদের মতোই আমাদের শক্ত অবস্থান।’

 আরও পড়ুন...
ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব! 

সে আরও শক্তিশালী হয়ে ফিরবে: সাকিবের স্ত্রী

ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব!

আমি সত্যিই দুঃখিত: সাকিব

আমরা সাকিবের পাশে আছি: প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টিতে সাকিবের জায়গায় তাইজুল, অধিনায়ক মাহমুদউল্লাহ

সাকিব ভক্তদের প্রতিবাদে উত্তাল মিরপুর (ভিডিও)

সাকিব খেলতে পারবেন ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে

আইসিসির নিষেধাজ্ঞায় একবছর খেলতে পারবেন না সাকিব

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ রুশ তেল শোধনাগার
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ রুশ তেল শোধনাগার
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ