X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

চারে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১৫:০১আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৫:০২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটিং পজিশন পাল্টেছে সাকিব আল হাসানের। দলের সিদ্ধান্ত অনুযায়ী চার নম্বরে ব্যাটিং করতে হবে তাকে। তবে ভবিষ্যতে চাইলে তিন নম্বরেও ফিরে যেতে পারবেন। নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর ফেরায় সাকিবকে স্বস্তির জায়গা দিতেই এমনটি করেছে টিম ম্যানেজমেন্ট। সাকিব নিজেও এই সিদ্ধান্ত খুশি মনে মেনে নিয়েছেন। এমনটাই জানালেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

অবশ্য তিন নম্বরে সফল হওয়ার পরও সাকিবকে কেন চার নম্বরে নামিয়ে দেওয়া হলো সেটি নিয়ে বিস্মিত অনেকেই।  প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পর ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে মঙ্গলবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, 'আমি ওর (সাকিব) সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। চার নম্বরে ব্যাটিং করতে সে খুশি। আমি তাকে এটাও বলেছি যে, সে যদি কখনও তিন নম্বরে ফিরে যেতে চায়, তাহলে যেন আমার সঙ্গে কথা বলে। তবে ও এটা নিয়ে পুরোপুরি ঠিক আছে।'

গত বিশ্বকাপে তিন নম্বরে নেমে সাকিব প্রমাণ করেছেন, এই পজিশনে তিনি কতটা যোগ্য। ৮ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেছেন। ব্যাটিং গড় ছিল ৮৬.৫৭। ইংল্যান্ডে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। শুধু ইংল্যান্ড বিশ্বকাপেই নয়, বাংলাদেশ দলে তিন নম্বরে সবচেয়ে সফল সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে তিন নম্বরে ব্যাটিং করে ২৩ ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিসহ ৫৮.৮৫ গড়ে তার সংগ্রহ ১ হাজার ১৭৭ রান।

যদিও এই মুহূর্তে সাকিবকে তিন নম্বরের জায়গা ছেড়ে দিতে হলেও ভবিষ্যতে ওই জায়গাটা উন্মুক্তই থাকবে। জাতীয় দলের ক্যাম্প শুরুর পরই সাকিবকে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছিল। তামিম এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা যখন ক্যাম্প শুরু করি, বার্তাটা তার প্রতি খুব স্পষ্ট ছিল। এতে তার কোনো সমস্যা নেই, সে বুঝেছে। আর এটায় সে দম ফেলার জায়গা পাবে। সাকিব লম্বা সময় পর এসেছে। আমরা সবাই জানি, সে কতো ভালো করেছে তিন নম্বরে। ওর রেকর্ড ওর হয়েই কথা বলে। আমরা এটা নিয়ে অবগত আছি।'

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচাতে চান দালাই লামা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচাতে চান দালাই লামা
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল